ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটন পোস্টকে হাউস ইন্টেলিজেন্স কমিটির পরবর্তী প্রধান

খাশোগি হত্যায় ট্রাম্পের প্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে

প্রকাশিত: ০৪:০৬, ২৫ নভেম্বর ২০১৮

 খাশোগি হত্যায় ট্রাম্পের প্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্যরা সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া খতিয়ে দেখবেন। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ‘সার্বিক বিষয়’ এর মধ্য দিয়ে উঠে আসবে। কমিটির পরবর্তী প্রধান শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। গার্ডিয়ান। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন। কিন্তু সিআইএর এই প্রতিবেদনের সঙ্গে একমত নন ট্রাম্প। তিনি বলেছেন, ওই প্রতিবেদনে বলা হয়নি যে সৌদি যুবরাজই খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য এ্যাডাম শিফ ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘ইন্টেলিজেন্স কমিটি খাশোগি হত্যার বিষয়ে মার্কিন গোয়েন্দা অনুসন্ধান, ইয়েমেন যুদ্ধ, সৌদি রাজপরিবারের পরিস্থিতি এবং দেশটি সমালোচক ও গণমাধ্যমের সঙ্গে কি ধরনের আচরণ করে সব বিষয় খতিয়ে দেখবে। এ বিষয়ে মতামত জানতে চাওয়া হলে হোয়াইট হাউস কোন মন্তব্য করা হয়নি। শিফ জানুয়ারিতে ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। চলতি মাসে আরও আগের দিকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জানুয়ারিতে কংগ্রেসে নতুন নির্বাচিতরা তাদের দায়িত্ব বুঝে নেবে। ডেমোক্র্যাটরা তখন ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে অনুসন্ধান চালিয়ে দেখতে পারবে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের শুনানির জন্য কংগ্রেসে ডেকে নেয়ার ক্ষমতাও তারা পাবে। শিফ বলেন, ‘আমরা অবশ্যই খাশোগি হত্যার বিষয়ে আরও গভীরে যাওয়ার চেষ্টা করব। এ বিষয়ে গোয়েন্দারা কি জানতে পেরেছেন সেদিকে আমরা দৃষ্টি দেব।’ ট্রাম্প বলছেন যে সিআইএর ওই প্রতিবেদনের চূড়ান্ত পর্যায়ে সৌদি যুবরাজকে দায়ী করা হয়নি। যুবরাজ বিন সালমানকে সৌদি আরবের কার্যত শাসক বিবেচনা করা হয়। অন্যদিকে সৌদি আরবে জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্র ভিত্তিক সাংবাদিক খাশোগি ওয়াশিংটন পোস্টের নিয়মিত নিবন্ধকার ছিলেন। খাশোগি সৌদি শাসকদের সমালোচক ছিলেন। ২ অক্টোবর তাকে সর্বশেষ ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ঢুকতে দেখা গেছে। পরে জানা যায়, তাকে সেখানে হত্যা করা হয়েছে। ট্রাম্প কেন যুবরাজকে ঘটনার জন্য দায়ী করতে চাচ্ছেন না এর সঙ্গে তার ব্যক্তিগত ব্যবসায়িক লাভ-ক্ষতির বিষয়টি জড়িত কিনা ইন্টেলিজেন্স কমিটি সেটি খতিয়ে দেখবে বলে শিফ জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসা দেশের পররাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ করছে কিনা, বিষয়টি নীতি সম্মত কিনা কমিটি তা যাচাই করে দেখবে।
×