ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

প্রকাশিত: ০৩:২৮, ২৪ নভেম্বর ২০১৮

হবিগঞ্জে সড়ক  দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ অপেক্ষা করুন ১০ মিনিটের মধ্যে নামছি। কিন্তু সে নামা স্বাভাবিক নয়, শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের উপজেলা নবীগঞ্জের সদরঘাট-নতুন বাজার এলাকায় এক মমান্তিক সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে নামলেন বিবিয়ানা গ্যাস ফিল্ডে সেন্টি সিকিউরিটি বিভাগে কর্মরত শেভরনের মেডিক্যাল অফিসার ডাঃ শাফি কামাল চৌধুরী (৪০)। তিনি জেলার বাহুবল উপজেলার বাসিন্দা জনৈক মুজিবুর রহমানের পুত্র। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তন্মধ্যে হবিগঞ্জ ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সংশ্লিস্ট কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো ওই দিন সকালে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস যোগে সময়মত নবীগঞ্জে অবস্থিত বিবিয়ানা গ্যাস ফিল্ডের উদ্দেশ্যে রওয়ানা হন ডাঃ শাফি কামাল। পথিমধ্যে শাফি সংশ্লিস্ট অফিসের তারই সহকমী এম এ হক সাহেবকে জানান, আমি ১০ মিনিটের মধ্যেই বাস থেকে নামছি। আর তখনতার গাড়ীর পেছনেই ছিল একই পরিবহনের আরেকটি বাস। এতে যাত্রী ছিলেন তার বস ম্যানেজার ইশতিয়াক। অথচ প্রতিদিন শাফি ও তার বস একই সাথে একই বাসে অফিসের উদ্দেশ্যে রওয়ানা দিতেন। কিন্তু এদিন দু’জনই দুই বাসে উঠেন। এদিকে ইশতিয়াক যখন নতুন বাজার নামক স্থানে এসে দেখলেন আগের বাসটি সড়কের পাশে খাদে পড়ে আছে। তিনি তখন অজানা দুর্ঘটনার অশংকায় ডাঃ শাফির মোবাইলে ফোন করলে তা রিসিভ হয়নি। আবারও তিনি একই নম্বরে ফোন করলে জনৈক জিয়া নামে এক ভদ্র লোক ফোনটি রিসিভ করেন এবং জানান এই নম্বরের মালিক মনে হয় দুর্ঘটনায় মারা গেছেন। এসময় ইশতিয়াক সাহের জিয়ার নিকট জানতে চান, যে লোকটি মারা গেছে তার গায়ে কি কালো কোট ও আকাশি রঙের সার্ট কিনা। প্রতোত্তরে জিয়া জানান হা। তখন ইশতিয়াক বুঝে ফেলেন ডাঃ মাফি আর নেই। এদিকে বিবিয়ানা কর্তৃপক্ষ ও সকল সহকর্মীরা ডাঃ শাফির মৃত্যুও কথা জানতে পারলে সর্বত্র নেমে আসে শোকের ছায়া।
×