ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দাখিল পরীক্ষার্থী

প্রকাশিত: ০৩:২৮, ২৪ নভেম্বর ২০১৮

পাথরঘাটায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দাখিল পরীক্ষার্থী

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা ॥ বরগুনার পাথরঘাটায় মুচলেকা দিয়ে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দাখিল পরীক্ষার্থী মোসা.শাহিনা আক্তার (১৫)। শনিবার (২৪ নবেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মুচলেকা দিয়ে রক্ষা পায়। শাহিনা আক্তার উপজেলার টেংরা গ্রামের আ. হালিম ফকিরের মেয়ে ও পাথরঘাটা মহিলা দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী। পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.হুমায়ূন কবীর জানান, শুক্রবার রাতে একই ইউনিয়নের বাদুরতলা গ্রামের মোকছেদ আলীর পুত্র মো. হাসানের (৩৫) সাথে বিয়ের দিন তারিখ ঠিক হয়। এ সংবাদ পেয়ে পাথরঘাটা উপজেলা প্রশাসন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য, সে¦চ্ছাসেবী সংগঠনের ‘আস্থা’র সদস্যরা মেয়ের বাড়ীতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিতকা ভেঙ্গে দেয়। তিনি আরও জানান,আজ শনিবার সকালে ইউএনওর কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে বর হাসানকে ১০ হাজার, কনের মা ও বাবাকে ৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন এবং করেন বয়স ১৮বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এই মর্মে মুচলেখা রেখে ছেরে দেয়া হয়।
×