ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি-২০১৯

প্রকাশিত: ০৭:৩৪, ২৪ নভেম্বর ২০১৮

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি-২০১৯

English - 30 1. Put (l) to the correct one : 1x5=5 a) The lion did not like his : lmane/ tail/ paw. b) _________ raised his head simply. The snake/ The zebra/ The tiger. c) Mariam's father is a : businessman/ doctor/ farmer d) What is Suraiya Begum ? a retired school teacher/ a doctor/ an architect. e) Marium is a student of class : six/ seven/ eight. 2. Translate into English : 1x5=5 a) বাংলাদেশে বারটি ক্যাডেট কলেজ আছে । => There are 12 cadet colleges in Bangladesh. b) ঢাকা বাংলাদেশের রাজধানী। => Dhaka is the capital of Bangladesh. c) কয়লা ধুইলে যায়না ময়লা । => Black will take no other hue. d) ঐশ্বর্য চিরদিন থাকেনা । => Riches do not last long. e) কাঁটা দিয়ে কাঁটা তোলা । => To set theif to catch theif. 3. Express in a word : 1x5=5 a) The meat of a cow is => beef b) A bird lives in a => nest c) Orphans live in an => orphanage d) The place where the Christians say their prayer is => church e) Thousand years is => millennium 4. Make sentence with the following I/P : 1x2=2 a) Live from hand to mouth : = The poor live from hand to mouth. b) Look down upon : = Do not look down upon the poor. 5. Complete the following sentence :1x3=3 a) If you work hard, you .......................... = will shine in life. b) If you worked hard, you ................ = would shine in life. c) If you had worked hard, you........ = would have shone in life. 6. Answer any one of the followings: 1x10=10 a) Write an application to the headmaster of your school for a transfer certificate. or, b) Write a paragraph on "An Ideal Student". বাংলা - ২০ ১ । --------------------- প্রবন্ধের মূল উদ্দেশ্য বিজ্ঞান চেতনা সৃষ্টি । = আকাশ । ২ । বায়ুমন্ডলে কতটি গ্যাসের মিশ্রণ রয়েছে । = ২০টি/ কুড়িটি । ৩ । ‘সচরাচর’ শব্দের অর্থ কী ? = প্রায়শ/ সাধারণত/ বেশিরভাগ ক্ষেত্রে ৪ । আবদুল্লাহ আল মুতীর জন্ম কোন জেলায় ? ক) সিলেট খ) রংপুর গ) সিরাজগঞ্জ ঘ) রাজশাহী ৫ । বায়ুমন্ডলে গ্যাসগুলোর রং কী ? ক) লাল খ) নীল গ) বিভিন্ন রকম ঘ) বর্ণহীন ৬ । আকাশে আলো ছড়ায় কোনটি ? ক) নক্ষত্র খ) সূর্য গ) চন্দ্র ঘ) নীহারিকা ৭ । একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে ? = ৩টি । ৮ । জটিল বাক্যের অপর নাম কী ? = মিশ্র বাক্য । ৯ । ‘শ্রেণি কক্ষে সকল ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত’ - বাক্যটি কি দোষে দুষ্ট ? ক) আসত্তি খ) বাহুল্য গ) গুরুচন্ডলী ঘ) দুর্বোধ্যতা ১০ । বাক্যের মৌলিক উপাদান কোনটি ? ক) ধ্বনি খ) বর্ণ গ) অক্ষর ঘ) শব্দ ১১ । বাক্য কত প্রকার ? = ৩ প্রকার । ১২ । পদাশ্রিত নির্দেশককে ইংরেজিতে কী বলা হয় ? = Articles ১৩ । পদাশ্রিত নির্দেশক সাধারণত বাক্যের কোথায় বসে ? = শেষে । ১৪ । ‘ন্যাকামিটা-এখন রাখ’ - ন্যাকামি শব্দের সাথে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে ? ক) নিরর্থকতা খ) সার্থকতা গ) অস্পষ্ট ঘ) দ্বার্থকতা ১৫ । পরিমাপের স্বল্পতা বোঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয় ? ক) টুকু খ) টন গ) গুলো ঘ) এক ১৬ । সারমর্ম লিখ : পরের কারণে স্বার্থ দিয়া বলি ---------------------- প্রত্যেকে মোরা পরের তরে । অথবা, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে ----------------------- একটি শিশির বিন্দু সাঃ জ্ঞান-২০ পূর্ণরূপ লেখ : ১ । AIDS = Acquired Immune Deficiency Syndrome. ২ । AEC = Army Education Corps. ৩ । AOC = Army Ordnance Corps. ৪ । আইরিশ কাকে বলে ? = কর্নিয়ার পিছনে গোলাকার পর্দাকে আইরিশ বলে । ৫ । কোষের প্রধান অংশ হলো ............................ । = নিউকিয়াস । ৬ । বলের একক হলো ............................ । = নিউটন । ৭ । বাংলাদেশের জাতীয় দিবস কবে ? = ২৬ শে মার্চ । ৮ । মসবর্গ উদ্ভিদের ....................... নেই । = মূল । ৯ । লিভার এক ধরনের ........................... যন্ত্র । = সরল যন্ত্র । ১০ । দ্বিতীয় শ্রেণির লিভারের বৈশিষ্ট্য কী ? = এর ভার থাকে মাঝ খানে । ১১ । কুয়া থেকে পানি উঠাতে .......................... যন্ত্র ব্যবহার করা হয় । = কপিকল । ১২ । সামাজিকীকরণ কাকে বলে ? = নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়ার প্রক্রিয়াকেই সামাজিকীকরণ বলে । ১৩ । সামাজিকীকরণ একটি .............................. প্রক্রিয়া । = জীবনব্যাপি । ১৪ । শিশু পাচার কী ধরনের অপরাধ ? = মানবাধিকার বিরোধী । ১৫ । বায়ু ............................. ধরনের পদার্থ । = মিশ্র । ১৬ । সোনারগাঁয়ের প্রাচীন নাম কী ? = সুবর্ণগ্রাম । ১৭ । অপেরা ইহা একটি .............................. । = সার্চ ইঞ্জিন । ১৮ । চিমটা ইহা .......................... শ্রেনীর লিভার । = ৩য় শ্রেণির। ১৯ । স্বাধীনতার সংগ্রাম ভাষ্কর্য এর স্থপতি কে ? = শামীম শিকদার । ২০ । পাল বংশের প্রতিষ্ঠাতা কে ? = গোপাল পাল ।
×