ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৭:১৭, ২৪ নভেম্বর ২০১৮

বিসিএস কর্নার

‘বাংলা’ বিষয়ভিত্তিক এমসিকিউ ১. ধান কন্যার লেখক কে? ক) জহির রায়হান খ) আলাউদ্দিন আল আজাদ গ) শহিদুল্লাহ কায়সার ঘ) মুহম্মদ মনসুর উদ্দিন ২. ‘তক্ষক‘ শব্দের অর্থ কী? ক) ছুতার খ) কলা গ) তরবারি ঘ) তোষক ৩. ‘এলেবেলে’ বইটি কার? ক) শংকর খ) হুমায়ুন আজাদ গ) তারাশংকর ঘ) যাযাবর ৪. কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন? ক) ১৯২৩ খ) ১৯৩২ গ) ১৯৪৭ ঘ) ১৯৫৪ ৫. বেগম রোকেয়ার একমাত্র উপন্যাস হলো- ক) নেকড়ে অরণ্য খ) শেষ লেখা গ) বাসন ঘ) পদ্মরাগ ৬. বচন ব্যাকরণের কোন অংশে আলোচনা কারা হয়? ক) বাক্য তত্ত্বে খ) অর্থতত্ত্বে গ) শব্দ তত্ত্বে ঘ) ধ্বনি তত্ত্বে ৭. নিত্য মর্ধূণ্য-ষ কোন শব্দে বর্তমান? ক) কষ্ট খ) মানুষ গ) উপস্থিত ঘ) কৃষক ৮. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? ক) বাক+ দান= বাগদান খ) উত্+ছেদ=উচ্ছেদ গ) পর+পর= পরস্পর ঘ) সম+সার=সংসার ৯. গ্রিক শব্দ কোনটি? ক) তুফান খ) লুঙ্গি গ) কুশন ঘ) দাম ১০) টাকায় কি না হয়- কোন কারকের কোন বিভক্তি? ক) করণে ষষ্ঠী খ) করণে সপ্তমী গ) অধিকরণে সপ্তমী ঘ) অপাদানে শূন্য ১১) কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করে? ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র গ) কানাডা ঘ) ভারত ১২. ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল’-পদটির রচয়িতা কে? ক) জ্ঞান দাস খ) বিদ্যাপতি গ) চন্ডী দাস ঘ) গোবিন্দ দাস ১৩. কোন পত্রিকাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত? ক) লোকায়ত খ) উত্তরাধিকার গ) নতুন দিগন্ত ঘ) সুন্দরম ১৪) সুনন্দ কার ছদ্ম নাম? ক) নারায়ণ গঙ্গোপাধ্যায় খ) মোজাম্মেল গ) রাজশেখর বসু গ) বিমল ঘোষ ১৫) ‘ছেঁড়া তার’ নাটকটির রচয়িতা কে? ক) মুনীর চৌধুরী খ) তুলসী লাহড়ী গ) বিজন ভট্টাচার্য ঘ) আব্দুলাহ আল মামুন উত্তর: ১)খ, ২) ক, ৩) খ, ৪) গ, ৫) ঘ, ৬) গ, ৭) খ, ৮) গ, ৯) ঘ, ১০) খ, ১১) গ, ১২) ঘ, ১৩) খ, ১৪) ক, ১৫) খ
×