ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় নবান্ন উৎসব

প্রকাশিত: ০৬:৪৫, ২৪ নভেম্বর ২০১৮

 হাতিয়ায় নবান্ন উৎসব

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী, ২৩ নবেম্বর ॥ বাঙালীর ঐতিহ্যবাহী নবান্ন উৎসবকে আনন্দমুখর করে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার সকালে লুঙ্গি-গেঞ্জি পরে মাথায় গামছা বেঁধে সম্পূর্ণ কৃষকের বেশে উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তাগণ হাতিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডে ধান কাটার মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় কৃষকের বাড়িতে ছিল নবান্নের চিরাচরিত নিয়ম অনুযায়ী নানান রকমের পিঠার সমারোহ। কৃষকের বাড়ির উঠানে বসে সকল অংশগ্রহণকারী বিভিন্ন পিঠার স্বাদ গ্রহণ করেন। এ উৎসবকে কেন্দ্র করে এ সময় একটি আলোচনা সভা হয়।
×