ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৬:৪৪, ২৪ নভেম্বর ২০১৮

 ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

সংবাদদাতা, বোয়ালখালী, চট্টগ্রাম, ২৩ নবেম্বর ॥ চট্টগ্রামে জাল সনদ দিয়ে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাসহ সরকারী সুবিধাভোগী ভুয়া মুক্তিযোদ্ধা মোঃ সেলিম চৌধুরী বাবুলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন জেলা সমাজসেবা কর্মকর্তা। এছাড়া পৃথক এক আদেশে ভুয়া মুক্তিযোদ্ধা বাবুলের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা রুজুর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রঞ্জন চন্দ্র দে। সহকারী কমিশনার রঞ্জন চন্দ্র দে স্বাক্ষরিত আদেশে বলা হয়, ভুয়া মুক্তিযোদ্ধা সেলিম চৌধুরী বাবুল ২০১৩-১৪ অর্থবছর থেকে ২০১৭-১৮ পর্যন্ত সম্মানী ভাতা ও উৎসব ভাতা হিসেবে ৩ লাখ ৭১ হাজার ৫শ’ টাকা উত্তোলন করেছেন। উত্তোলনকৃত টাকা চালানের মাধ্যমে ফেরত প্রদানের জন্য একাধিকবার অনুরোধ জানানো হয়। সেলিম চৌধুরী এতে সাড়া না দেয়ায় তার বিরুদ্ধে উত্তোলনকৃত টাকা আদায়ের লক্ষ্যে সরকারী দাবি আইন-১৯১৩ এর বিধান মতে সার্টিফিকেট মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয় জেনারেল সার্টিফিকেট অফিসার চট্টগ্রামকে। এছাড়া গত ১৩ নবেম্বর চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে ভুয়া মুক্তিযোদ্ধা সেলিম চৌধুরীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে। সেলিম চৌধুরী বাবুল নগরীর কোতোয়ালি থানাধীন রহমতগঞ্জের আবদুস ছাত্তার রোডের মৃত আবদুর রহিমের ছেলে।
×