ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় রোলারের ধাক্কায় সেতু খালে ॥ যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৬:৪৩, ২৪ নভেম্বর ২০১৮

  পাথরঘাটায় রোলারের  ধাক্কায় সেতু খালে ॥  যোগাযোগ  বিচ্ছিন্ন

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২৩ নবেম্বর ॥ পাথরঘাটায় রোলারের ধাক্কায় সেতু ভেঙ্গে দুই ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার মাছেরখাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সেতুর নিচে থাকা একটি মাছধরা ট্রলার চাপা পড়ে ডুবে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় উপজেলার কালমেঘা ও পাথরঘাটা সদর ইউনিয়নের সঙ্গে একমাত্র যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোলায়মান হোসেন বলেন, শুক্রবার জুমুয়া নামাজের একটু আগেই স্থানীয় প্রকৌশল অধিদফতরের রোলার রাস্তার উন্নয়ন কাজের জন্য মাছেরখাল থেকে কালমেঘায় যাওয়ার সময় সেতুতে ওঠার সঙ্গে সঙ্গেই সেতুটির মধ্যবর্তী জায়গা সম্পূর্ণরূপে ভেঙ্গে রোলারটি নিয়ে খালে পড়ে যায়। এতে নিচে থাকা একটি ট্রলারের ওপরে পড়ে গিয়ে ট্রলারটিসহ রোলার ডুবে যায়।
×