ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেশবপুরে নিহত বিএনপি নেতার বাড়িতে শুধুই কান্না

প্রকাশিত: ০৬:৪২, ২৪ নভেম্বর ২০১৮

 কেশবপুরে নিহত বিএনপি নেতার বাড়িতে শুধুই কান্না

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, যশোর, ২৩ নবেম্বর ॥ শুক্রবার দুপুরে যশোর জেলা বিএনপির সহসভাপতি ও কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান আবু বকর আবুর লাশ তার গ্রামের বাড়ি মজিদপুর ইউনিয়নের বাগদাহ গ্রামে পৌঁছলে সেখানে শোকের মাতম শুরু হয়। হাজার হাজার লোক সকাল থেকে তার বাড়িতে জড়ো হয়। এ্যাম্বুলেন্স আসার পর সেখানকার বাতাস ভারি হয়ে ওঠে। এক নজর দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র ক্রয়কারী আবু বক্কর আবুর লাশ ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধারের খবর বৃহস্পতিবার রাতে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৃহস্পতিবার রাতে ঢাকার মিডফোর্ট হাসপাতাল মর্গ থেকে তার লাশ শনাক্ত করার পর স্বজনরা কেশবপুর আনার ব্যবস্থা করে। শুক্রবার বেলা বারোটার দিকে তার লাশ কেশবপুর এসে পৌঁছায়। কেশবপুর পাবলিক মাঠে প্রথম জানাজার পর আবু বক্কর আবুর বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
×