ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে সাবেক শিক্ষার্থীদের ওপর হামলা ॥ বিচার দাবি

প্রকাশিত: ০৬:৪২, ২৪ নভেম্বর ২০১৮

  বাকৃবিতে সাবেক শিক্ষার্থীদের  ওপর হামলা ॥  বিচার দাবি

বাকৃবি সংবাদদাতা ॥ কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) চত্বরে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদ ও হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) পরিবার। শুক্রবার সন্ধ্যা ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার কেআইবি’র ২০১৯-২০২০ সালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে ঢাকা মহনগর থেকে নির্বাচনে অংশগ্রহণ নেয়া এক প্রার্থী আদালতে আবেদন করে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আদালত নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিতাদেশ দেয়। এই সংক্রান্ত একটি নোটিস কৃষিবিদ ইনস্টিটিউটের পৌঁছলে নির্বাচন উপলক্ষে জড়ো হওয়া বাকৃবির কয়েকজন সাবেক শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সারোয়ার মুর্শেদ জাস্টিস, শিক্ষার্থী আনোয়ারুল হক আহত হয়। শুক্রবার সকালেও কৃষিবিদ ইনস্টিটিউটে বাকৃবির শিক্ষার্থীদের ধাওয়া দেয়।
×