ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় সড়কে প্রাণ গেল দম্পতির

প্রকাশিত: ০৬:৩৮, ২৪ নভেম্বর ২০১৮

খুলনায় সড়কে প্রাণ গেল দম্পতির

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীরমহল-খাজুরা গ্রামের নজরুল ইসলাম মোল্লা (৪৫) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা (৩৫)। পুলিশ জানায়, শুক্রবার সকালে একটি মোটরসাইকেলে করে নজরুল ইসলাম মোল্লা ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা বাড়ি থেকে খুলনার উদ্দেশে আসছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়েশা সিদ্দিকা নিহত হন। গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলাম মোল্লাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ফেনীতে দুই যাত্রী নিজস্ব সংবাদদাতা ফেনী থেকে জানান, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অদূরে মুহুরীগঞ্জ এলাকায় শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। হাইওয়ে পুলিশের মুহুরীগঞ্জ ফাঁড়ি পুলিশ জানায়, ফেনীর ছাগলনাইয়া থানার মুহুরীগঞ্জ এলাকায় ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রাককে পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয় , এতে ট্রাক ও কাভার্ডভ্যান রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা দু’জন ঘটনাস্থলে মারা যায়। ট্রাক ও কাভার্ডভ্যানের ৪ জন আহত হয়। খবর পেয়ে মুহুরীগঞ্জ ফাঁড়ি পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসে। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। লালমনিরহাটে শিশুসহ দুই নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, লালমনিরহাট সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্তত ১২ যাত্রী। শুক্রবার সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ণ এলাকার শামছুল হকের ছেলে মোস্তাফিজার রহমান (১০) ও রংপুর শহরের সাতমাথা বালাটারি এলাকার আবুল কাশেম (৪৫)। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি ট্রাক সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় চাকা ফেঁসে যায়। সেই ট্রাক সচল করতে কাজ করছিল ট্রাকচালক আর তা উৎসুক দর্শকের মতো দেখছিল মোস্তাফিজার ও তার পরিবারের লোকজন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী হক পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তাদের ধাক্কা দিলে শিশু মোস্তাফিজার ও হেলপার আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান। এতে বাসের অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন।
×