ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লালমনিরহাট ও দিনাজপুর থেকে দুই জেএমবি জঙ্গী আটক

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ নভেম্বর ২০১৮

 লালমনিরহাট ও  দিনাজপুর থেকে দুই জেএমবি জঙ্গী আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ পৃথক অভিযানে জেএমবির দুই সদস্যকে আটক করেছেন র‌্যাব-১৩’র সদস্যরা। বৃহস্পতিবার রাতে দিনাজপুর সদরের সিকদারহাট থেকে এবং একই দিন লালমনিরহাটের পাটগ্রাম থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন, দিনাজপুর সদরের সৈয়দপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুর রশিদ (৪৮)। অপরজন মাহমুদ হাসান রুমান (৩২), লালমনিরহাটের পাটগ্রাম থানার রসুলগঞ্জ গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তারা দু’জনই জেএমবির শীর্ষ সদস্য বলে দাবি করেছে র‌্যাব। র‌্যাব-১৩ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুরের জঙ্গী সেলের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে দিনাজপুর সদরের সিকদারহাটে অভিযান চালিয়ে শীর্ষ জেএমবি নেতা আব্দুর রশিদকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থেকে মোবাইলে সংরক্ষিত জঙ্গী সংগঠনের বিভিন্ন ম্যাগাজিন ও উগ্র জঙ্গীবাদী ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়। অপরদিকে র‌্যাব-১৩, রংপুরের জঙ্গী সেলের অপর একটি দল বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম চৌরঙ্গী মোড়ের পাটগ্রাম বাজারের ভেতর বাজারের ১নং গলির রুমান স্টোরে অভিযান চালিয়ে জেএমবি সদস্য মাহমুদ হাসান রুমানকে গ্রেফতার করে।
×