ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ববি হাজ্জাজের নতুন জোট ‘গণঐক্য’

প্রকাশিত: ০৬:৩৪, ২৪ নভেম্বর ২০১৮

 ববি হাজ্জাজের  নতুন জোট ‘গণঐক্য’

স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ নতুন নির্বাচনী জোট ‘গণঐক্য’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ মুসলিম লীগ (নিবন্ধন নং-০২১) এবং এনডিএম এর সমন্বয়ে গঠিত এই জোট আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক আসনে প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে। ২০১৪ সালের নির্বাচনের সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যখন সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন তখন তার মুখপাত্র হয়ে কাজ করেন ববি। পরবর্তী সময়ে এরশাদের সঙ্গে মতবিরোধ হয় তার। নিজস্ব প্ল্যাট ফরম গঠন করে ফের রাজনীতিতে সক্রিয় হবার চেষ্টা করেন ধনকুবের মুসা বিন শমসেরের পুত্র ববি। বারাবার হোঁচট খাওয়ার পরও হাল ছাড়তে রাজি নন তিনি। শেষ পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে রাজনৈতিক মোর্চা নিয়ে সামনে আসলেন। জোট ঘোষণা অনুষ্ঠানে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের জাতীয় রাজনীতির ক্রান্তিকালে আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি যেখানে মানুষের কথা বলার অধিকার আজ কুক্ষিগত। এক অজানা আতঙ্কের মধ্যে আমরা সাধারণ মানুষের পক্ষে। গণতন্ত্রের জন্য, নিরাপদ সড়কের নিশ্চয়তার জন্য, মেধার অধিকারের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য এবং সুশাসনের নিশ্চয়তার জন্য আমাদের কথা বলে যেতে হচ্ছে। তিনি বলেন, প্রধান রাজনৈতিক শক্তি সমূহের পরস্পর অবিশ্বাস আর আস্থাহীনতার কারণে দেশবাসীকে চরম মূল্য দিতে হয়েছে। দশম জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি তাদের প্রত্যাশিত ভূমিকা পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিএনপি ধারাবাহিকভাবে জ্বালাও-পোড়াও আর উগ্র রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা হারিয়েছে। ঐক্যফ্রন্ট আজ দুর্নীতিবাজ, স্বাধীনতাবিরোধী এবং কতিপয় গণবিচ্ছিন্ন রাজনীতিবিদদের নিয়ে পুনরায় ক্ষমতা ভোগ দখলের পাঁয়তারা করছে।
×