ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চার্চ অব বাংলাদেশের মডারেটর হলেন বিশপ সুনীল মানখিন

প্রকাশিত: ০৬:৩২, ২৪ নভেম্বর ২০১৮

 চার্চ অব বাংলাদেশের  মডারেটর হলেন বিশপ সুনীল  মানখিন

স্টাফ রিপোর্টার ॥ চার্চ অব বাংলাদেশের ‘মডারেটর’ হলেন রাইট রেভারেন্ড স্যামুয়েল সুনীল মানখিন। এটি এই চার্চের সর্বোচ্চ পদ। তিনি গত ১৬ নবেম্বর অনুষ্ঠিত সিনড কার্যনির্বাহী সভায় এই পদে অধিষ্ঠিত হন। গত ১৮ নবেম্বর মডারেটর রাইট রেভারেন্ড পল শিশির সরকার অবসরে চলে গেলে মডারেটর হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করেন বিশপ স্যামুয়েল সুনীল মানখিন। শুক্রবার পাঠানো চার্চ অব বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাইট রেভারেন্ড স্যামুয়েল সুনীল মানখিন চার্চ অব বাংলাদেশের চতুর্থ মডারেটর। তিনি চার্চ অব বাংলাদেশের বিশপ হিসেবে পঞ্চম বিশপ। মডারেটর হিসেবে তিনি সর্বোচ্চ পালকীয় এবং চার্চের অন্যান্য পরিচর্যার শীর্ষ সিদ্ধান্ত প্রদানকারী এবং সর্বোচ্চ পবিত্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে কাজ করবেন। চার্চ অব বাংলাদেশের চতুর্থ মডারেটর রাইট রেভারেন্ড স্যামুয়েল সুনীল মানখিন কে বাংলাদেশে অবস্থিত রোমান ক্যাথলিক মন্ডলী ও আন্তঃমা-লিক পর্যায়ে পালকীয় নেতৃত্ব দিতে হবে। এ দেশে জাতীয় চার্চ পরিষদের সদস্য হিসেবে এবং আন্তর্জাতিক পর্যায়ে সংশ্লিষ্ট ফোরাম ও সংস্থাগুলোতেও তাকে প্রতিনিধিত্ব করতে হবে।
×