ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জমে উঠেছে বিসিএলের প্রথম রাউন্ড

প্রকাশিত: ০৬:২৯, ২৪ নভেম্বর ২০১৮

 জমে উঠেছে বিসিএলের প্রথম রাউন্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর আসর বাংলাদেশ ক্রিকেট লীগের সপ্তম সংস্করণের প্রথম রাউন্ড বেশ জমে উঠেছে। তৃতীয়দিন শেষে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের প্রথম ইনিংসে করা ৪৪৫ রানের জবাবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলও দারুণ জবাব দিচ্ছে। তৃতীয়দিন শেষে তারা ৭ উইকেটে তুলেছে ৩৮০ রান। এক ইনিংস করেই শেষ না হওয়াতে চারদিনের এ ম্যাচটি নিশ্চিত ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছে। তবে আজ শেষদিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অপেক্ষা করছে রোমাঞ্চকর কিছু। ওয়ালটন মধ্যাঞ্চলের দেয়া ২৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয়দিন শেষে সেখানে ২ উইকেটে ৩৮ রান তুলেছে গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। বাকি ৮ উইকেটে আজ তাদের জিততে আরও প্রয়োজন ২২৮ রান। প্রথম ইনিংসে উত্তরাঞ্চল ৪৪৫ রানের বিশাল সংগ্রহ গড়ার পর দ্বিতীয়দিন শেষে ৪ উইকেটে ১২৫ রান তুলে বেশ চাপেই ছিল পূর্বাঞ্চল। ২৪ রান নিয়ে অপরাজিত থাকা তাসামুল হকও তৃতীয়দিন দ্রুতই সাজঘরে ফেরেন ৩৭ রান করার পর। তবে এরপর ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন ষষ্ঠ উইকেটে ১১৩ রানের জুটি গড়েন। সাইফউদ্দিন ১০৩ বলে ৮ চার, ২ ছক্কায় ৬৪ রান করে সাজঘরে ফিরলে জুটি ভেঙ্গে যায়। তবে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন ইয়াসির। কিন্তু ১২৯ বলে ১৩ চার, ১ ছক্কায় ৯৪ রান করার পর পেসার শুভাশীষ রায়ের শিকার হলে ৬ রানের জন্য শতক হাতছাড়া হয় তার। দিনশেষে এরপরও ৭ উইকেটে ৩৮০ রান তুলে স্বস্তিতেই আছে পূর্বাঞ্চল। কারণ ফরহাদ রেজা ৮৭ বলে ৯ চারে ৫৫ রান করে ব্যাট করছেন। ২৫ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন এনামুল হক জুনিয়র। এখনও ৬৫ রানে পিছিয়ে আছে পূর্বাঞ্চল। উত্তরাঞ্চলের পক্ষে এবাদত হোসেন ৩টি ও সানজামুল ইসলাম ২টি উইকেট নেন। সিলেটে জমে উঠেছে মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চলের ম্যাচ। বিনা উইকেটে ২ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের দ্বিতীয়দিন শেষ করেছিল মধ্যাঞ্চল। শুক্রবার তৃতীয়দিন তাদের ইনিংস গুটিয়ে যায় ২৬৪ রানে। ওপেনার লিটন দাস বিধ্বংসী ইনিংস খেলেন। ৯৫ বলে ১২ চারে ৮৪ রান করার পর সাজঘরে ফেরেন তিনি। লিটন ফেরার পর থেকেই এলোমেলো হয়ে যায় তাদের ব্যাটিং। শেষদিকে শহীদুল ইসলামের ৫৪ বলে অপরাজিত ৪১ ও রবিউল হকের ৩৭ রানে কিছুটা ভদ্রস্থ হয় মধ্যাঞ্চলের ইনিংস। মেহেদী হাসান নেন ৫ উইকেট। ২৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনটা অস্বস্তিতেই শেষ হয়েছে দক্ষিণাঞ্চলের। ৩৮ রান তুলতেই এনামুল হক বিজয় ও ফজলে রাব্বির উইকেট হারিয়েছে তারা আবু হায়দার রনির গতির তোপে। স্কোর ॥ উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ উত্তরাঞ্চল প্রথম ইনিংস ॥ ৪৪৫/১০; ১১২.১ ওভার। পূর্বাঞ্চল প্রথম ইনিংস ॥ ৩৮০/৭; ১০৬.৩ ওভার। মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ মধ্যাঞ্চল প্রথম ইনিংস ॥ ২৮২/১০; ৭৪.৫ ওভার। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ॥ ২৮১/১০; ৮৭.১ ওভার। *তৃতীয়দিন শেষে
×