ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাইলেও পারবেন না নেইমার!

প্রকাশিত: ০৬:২৮, ২৪ নভেম্বর ২০১৮

 চাইলেও পারবেন না নেইমার!

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারের রিয়াল মাদ্রিদ যাওয়ার গুঞ্জন নতুন নয়। বার্সিলোনায় খেলার আগে থেকেই শোনা গিয়েছিল সান্টিয়াগো বার্নাব্যুতে যেতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু তা হতে দেয়নি বার্সিলোনা। স্প্যানিশ পরাশক্তিরা মেসি, বসকুয়েটসদের পাশে নিয়ে আসেন সেলেসাও তারকাকে। কিন্তু ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত কাতালান শিবিরে থাকার পর ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমিয়েছেন নেইমার। পিএসজিতে যাওয়ার পর আবারও গুঞ্জন রটে, কয়েক বছর পর রিয়াল মাদ্রিদে যাবেন তিনি। মাস কয়েক আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর বিষয়টি নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে। অনেকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছেন, নেইমারের রিয়ালে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তখন ব্রাজিলিয়ান তারকা জানিয়ে দিয়েছেন, আপাতত পিএসজি ছাড়ার কোন ইচ্ছা বা চিন্তা-ভাবনা নেই। মাস তিন পর আবারও নেইমারের দলবদল নিয়ে গুঞ্জন চাউর হয়। তবে এবার ভিন্ন মাত্রা আসে। শোনা যাচ্ছে রিয়ালে নয়, সাবেক ক্লাব বার্সিলোনায় ফিরতে চান সময়ের অন্যতম সেরা তারকা নেইমার। সময়ের অন্যতম সেরা তারকা নিজেও নাকি এমনটা চান। কিন্তু চাইলেও সেটা সম্ভব নয় বলে মনে করেন বার্সিলোনার সাবেক তারকা জাভি হার্নান্দেজ। ইদানীং জোরেশোরেই শোনা যাচ্ছে, প্যারিসে মন বসছে না নেইমারের। যে কারণে ফিরতে চান ন্যুক্যাম্পে। সম্প্রতি বার্সিলোনার পরিচালক পেপ সেগুরা বলেছেন, দলের প্রয়োজনে যদি নেইমারকে আনতে হয় তবে পিএসজি থেকে সেই নেইমারকে আবারও নিয়ে আসবেন। তিনি বলেছিলেন, আমরা বিশ্বাস করি ওই অপমানের পরও (নেইমারের বার্সিলোনা ছেড়ে যাওয়া) যদি নেইমারকেই দলের দরকার হয়, তবে তাকেই আনা হবে।’ এমন কথার পর নেইমারকে নিয়ে গুঞ্জন আবারও শুরু হয়েছে। স্বয়ং মেসিসহ বার্সার অনেক খেলোয়াড়ই নেইমারকে আবারও সতীর্থ হিসেবে চান বলে চাউর হয়েছে। কিন্তু জাভি বিষয়টি উড়িয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে সাবেক স্প্যানিশ তারকা বলেন, আমার কোনভাবেই মনে হয় না যে নেইমারকে ফেরত আনা হবে। সে কিভাবে বার্সিলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিল, সেটা আমরা সবাই জানি। আমি ফুটবলের চলমান খবরাখবর রাখি। সবকিছু জেনেই আমি বলছি, নেইমারের বার্সিলোনায় ফেরত আসার সম্ভাবনা একেবারেই নেই। এখন গরম খবর, বার্সা বন্ধুদের মধ্যে কারও কারও সঙ্গে বার্সিলোনায় ফেরার ইচ্ছার কথা বলছেন স্বয়ং নেইমার। বার্সারও নাকি তাতে আপত্তি নেই। পিএসজির কাছ থেকে নেইমার বেশ আগেই অনুমতি নিয়ে রেখেছেন, ২০১৯ মৌসুমে (অর্থাৎ সেই দলবদলের ২ বছর পর) কেউ যদি ২২২ মিলিয়ন ইউরো নিয়ে হাজির হয়, তাহলে পিএসজি তাকে দল বদলাতে দেবে। এতদিন জানা গেছে, রিয়াল মাদ্রিদ এ সুযোগ নিতে চায়।
×