ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলড্রপে এগিয়ে গ্রামীণফোন যোগাযোগ বিঘ্নিত হচ্ছে

প্রকাশিত: ০৫:৪১, ২৪ নভেম্বর ২০১৮

 কলড্রপে এগিয়ে গ্রামীণফোন যোগাযোগ বিঘ্নিত হচ্ছে

আইটি ডটকম ডেস্ক ॥ মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অন্য অপারেটরে যাওয়া মোবাইল নম্বর পোর্ট্যাবিলিটি (এমএনপি) সেবা চালুর পর সবচেয়ে বেশি গ্রাহক হারাচ্ছে গ্রামীণফোন। সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত এমএনপি সেবার পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। গ্রামীণফোন ছেড়ে অন্য অপারেটরে যাওয়া গ্রাহকরা জানান, কলড্রপের কারণেই গ্রামীণফোন ছেড়েছেন তারা। অবশ্য গ্রামীণফোন কর্তৃপক্ষ বলছেন, এটা আমাদের গ্রাহকের সংখ্যার তুলনায় ছেড়ে যাওয়া খুব বেশি কিছু না। গত ২১ অক্টোবর বিটিআরসির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পহেলা অক্টোবর থেকে এমএনপি সেবা চালু হওয়ার পর থেকে ১৮ দিনের হিসাবে গ্রামীণফোন ছেড়ে অন্য অপারেটরে গেছে ১১ হাজার ৬৭৬ গ্রাহক। সেখানে বিভিন্ন অপারেটর থেকে গ্রামীণফোনে এসেছে ৪ হাজার ৪১ গ্রাহক। অন্যদিকে, রবি ছেড়েছেন ৫ হাজার ৯৭৩, বাংলালিংক ছেড়েছে ৮ হাজার ৯১৬ ও টেলিটক ছেড়েছে ২৫২ জন। বিটিআরসির তথ্যানুযায়ী, অক্টোবরের প্রথম ১৮ দিনের হিসাবে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল করতে আবেদন করেন ৪৭ হাজার ৯০ জন। এর মধ্যে অন্য অপারেটরে গেছেন ২৬ হাজার ৮১৭ জন। আবেদন বাতিল হয়েছে ২০ হাজার ২৫৫ গ্রাহকের। আর যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে ১৮ জনের আবেদন। এমএনপি সেবা নিয়ে গ্রামীণফোন ছেড়ে অন্য অপারেটরে যাওয়া অধিকাংশ গ্রাহক জানান, কলড্রাপের কারণেই গ্রামীণফোন ছাড়ছেন তারা। সম্প্রতি গ্রামীণফোনের কলড্রপ নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আমরা যারা গ্রামীণফোন ব্যবহার করি তারা জানি একেকটি কলে তিন থেকে পাঁচবার কলড্রপ হয়। গুরুত্বপূর্ণ কথা বলছি কলড্রপ হচ্ছে, আবার করতে হয়, সময় নষ্ট হয়, অসুবিধা হয়। তিনি বলেন, গ্রামীণফোনের মতো কলড্রপ অসুবিধা কোন অপারেটরে হয় না। এ ব্যাপারে টেলিযোগাযোগমন্ত্রীর কাছে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তোফায়েল আহমেদ। এদিকে কলড্রপ নিয়ে সম্প্রতি বিটিআরসির প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কলড্রপে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। এক বছরে ১০৩ কোটি ৪৩ লাখ বার কলড্রপ হয়েছে অপারেটরটির। ২০১৭ সালে সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনে এতথ্য জানা যায়। এছাড়া বিটিআরসির নিয়ম অনুযায়ী প্রতিটি কলড্রপের জন্য গ্রাহককে ১ মিনিট টকটাইম ফেরত দিতে হবে। গ্রামীণফোনের ১০৩ কোটি ৪৩ লাখ বার কলড্রপ হলেও গ্রাহকরা রিটার্ন কল মিনিট ফেরত পেয়েছে মাত্র ১০ কোটি ৩০ লাখ।কলড্রপ প্রসঙ্গে তিনি বলেন, বিটিআরসির নিয়মানুযায়ী কলড্রপ ২ শতাংশের মধ্যে থাকতে হবে। আমাদের কলড্রপ ১ বা ১.২ শতাংশের বেশি হবে না। আর কলড্রপ প্রযুক্তিনির্ভর, এখানে সমস্যা থাকবেই। তবে আমরা এই টেকনিক্যাল সমস্যা সমাধানের চেষ্টা করছি।
×