ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়া-৩ আসন

বড় দুই জোটেই অশান্তি

প্রকাশিত: ০৫:১৭, ২৪ নভেম্বর ২০১৮

 বড় দুই জোটেই  অশান্তি

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৩ নবেম্বর ॥ আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৩ আসন। এই আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী এবং দলীয় নেতা ও কর্মী-সমর্থকদের মধ্যে বিরাজ করছে চরম অশান্তি। মহাজোটে আওয়ামী লীগের ভীতি জাতীয় পার্টি এবং ২০ দলীয় ঐক্যজোটে বিএনপির ভীতি হয়ে দেখা দিয়েছে নিবন্ধন হারানো জামায়াত। মহাজোটের শরিক জাতীয় পার্টির দুই মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত জাতীয় পার্টির এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এবং অপর মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট সামছুর রহমান। তবে মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১২জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও কেউ এখনও নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেনি। সবাই রয়েছে শেষ ঘোষণার অপেক্ষায়। অপর দিকে, ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাত্র একজন। তিনি হলেন, ২০০১, ২০০৮ এর এমপি যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল মোমিন তালুকদার খোকার ছোট ভাই আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মহিত তালুকদার। তিনি বৃহস্পতিবার আদমদীঘি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের দফতর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অন্যদিকে ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশীও তৎপর। বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল গনি মন্ডেল স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং অফিসারের দফতর থেকে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি গণমাধ্যম কর্মীদের জানান, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
×