ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁ-২ আসন ধরে রাখতে চান হুইপ বাবলু

প্রকাশিত: ০৫:১৬, ২৪ নভেম্বর ২০১৮

 নওগাঁ-২ আসন ধরে রাখতে চান হুইপ বাবলু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ নবেম্বর ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পতœীতলা-ধামইরহাট) আসনে দলীয় মনোনয়ন যাকেই দেয়া হোক, এই আসনে আওয়ামী লীগ-বিএনপির লড়াই হবে হাড্ডাহাড্ডি। এই আসনে আওয়ামী লীগের ও বিএনপির নতুন মুখই আসুক আর পুরনো মুখই আসুক, লড়াইয়ের কোন বিকল্প নেই। এদিকে আসনটি ফের ধরে রাখতে চান তিন তিন বারের নির্বাচিত এমপি আলহাজ শহীদুজ্জামান সরকার বাবলু। বর্তমানে জাতীয় সংসদের হুইপ নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ শহীদুজ্জামান সরকার বাবলু তার নমনীয় আচরণের কারণে জেলায় ব্যাপক সমাদৃত। তিনি এই আসনে দলীয় মনোনয়ন পেলে আবারও এমপি নির্বাচিত হবেন বলে দাবি স্থানীয় নেতাকর্মীদের। পতœীতলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু সাংবাদিকদের বলেন, বর্তমান এমপি মোঃ শহীদুজ্জামান সরকার হাসি নিয়েই মানুষের সঙ্গে কথা বলেন। তার এই অমায়িক বিনয়ী আচরণে এলাকাবাসী মুগ্ধ। তার এই আচরণের কারণেই তাকে আবারও ভোট দিয়ে এলাকাবাসী নির্বাচিত করবেন বলে দাবি করেন তিনি। পতœীতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবনাথ চৌধুরী বলেন, তার কোন দুর্নীতি নেই। তাকে ডাকলেই যখন তখন পাওয়া যায়। দলের নেতাকর্মীদের সঙ্গেও তার সুসম্পর্ক। ইতোমধ্যেই কোমড় বেঁধে তারা নৌকার পক্ষে কাজ করছেন। ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমানও বললেন একই কথা। তিনি বলেন, এই আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে বাবলু সরকারের বিকল্প নেই। এদিকে নওগাঁ জেলা পরিষদের সদস্য মোঃ নুরুজ্জামান হোসেন বলেন, বাবলু সরকার মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে এই আসনটি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন। জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি বলেন, নেত্রী মনোনয়ন দিলে নির্বাচন করব। আমি এতদিন এলাকার জন্য কি কাজ করেছি তার শেষ কথা বলবে জনগণ। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ড. ইঞ্জিনিয়ার আখতারুল আলম। বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি শামসুজ্জোহা খান ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী। তারাও নিজ নিজ কর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ গুছিয়ে নিয়েছেন।
×