ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্ত্রসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

জম্মু ও কাশ্মীরে গুলিতে ছয় লস্কর জঙ্গী নিহত

প্রকাশিত: ০৫:১১, ২৪ নভেম্বর ২০১৮

 জম্মু ও কাশ্মীরে গুলিতে  ছয় লস্কর জঙ্গী নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে শুক্রবার সকালে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ছয় লস্কর-ই-তৈয়বা জঙ্গী নিহত হয়েছে। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডের। উর্ধতন এক কর্মকর্তা জানান, কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযান সম্পন্ন হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এত সফল অভিযান আর হয়নি। অস্ত্র, গোলাবারুদ, আইএনএসএস রাইফেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বিজবেহেরার সেকিপোরা গ্রামে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীরের পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। ওই গ্রামেরই একটি বাড়িতে আত্মগোপন করে ছিল জঙ্গীরা। অভিযান চালানোর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনন্তনাগে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়। ভোরের আলো ফুটতেই পুরো গ্রামকে ঘিরে ফেলে সেনাবাহিনী। যে বাড়িতে আত্মগোপন করেছিল জঙ্গীরা সেই বাড়ির কাছাকাছি যেতেই সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গীরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। দফায় দফায় দু’পক্ষের মধ্যে সকাল থেকেই গুলি বিনিময় হয়। দুই ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর নিহত হয় ছয় জঙ্গী। আশপাশে আর কোন জঙ্গী লুকিয়ে আছে কিনা সেজন্য চিরুনি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। তিনদিন আগেই শোপিয়ানে সেনাবাহিনীর গুলিতে চার জঙ্গী নিহত হয়। সেই সংঘর্ষে এক জওয়ানের মৃত্যু হয়।
×