ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অভিবাসীদের ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার বিপজ্জনক চেষ্টা বেড়েছে

প্রকাশিত: ০৫:১১, ২৪ নভেম্বর ২০১৮

 অভিবাসীদের ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার বিপজ্জনক  চেষ্টা বেড়েছে

নৌযানে ইংলিশ চ্যানেল অতিক্রম করে অভিবাসীদের ব্রিটেন পৌঁছার বিপজ্জনক চেষ্টা বৃদ্ধি পাওয়ার বিষয়ে ফ্রান্স কর্তৃপক্ষ বৃহস্পতিবার সতর্কতা উচ্চারণ করেছে। বিষয়টায় ব্রেক্সিটের পর ফরাসী সীমান্ত বন্ধ করে দেয়ার আশঙ্কা দেখা দিতে পারে। খবর এএফপির। নৌপুলিশ রাতভর দুটি পৃথক উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে উদ্ধার করেছে। এ বছর ইংলিশ চ্যানেল অতিক্রমে এ পর্যন্ত এ নিয়ে উদ্ধার করা অভিবাসীর সংখ্যা ৩০-এ পৌঁছাল। চেরবার্গ ভিত্তিক ফরাসী নৌপুলিশের মুখপাত্র ক্যাপ্টেন ইনগ্রিড প্যারট বলেছেন, এদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে অক্টোবর থেকে। তিনি বলেন, ফ্রান্স চ্যানেলে টহল জোরদার করছে। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে যে, গত রাতে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। গত দু’সপ্তাহে এ নিয়ে উদ্ধারকৃত অভিবাসীদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ এ। মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে সাউথ -ইস্ট উপকূলে আমাদের উপকূলীয় টহল নৌযান মোতায়েন বৃদ্ধি করা হয়েছে।
×