ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংলাপের জন্য ট্রাম্প বিশ্বস্ত নন ॥ ইরানী পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:১১, ২৪ নভেম্বর ২০১৮

 সংলাপের জন্য ট্রাম্প  বিশ্বস্ত নন ॥ ইরানী  পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসা অর্থহীন। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কোন ব্যক্তি নন যার ওপর আস্থা রাখা যায়। ইয়াহু নিউজ। ইতালি সফররত জারিফ বৃহস্পতিবার রাতে চতুর্থ ‘মেডিটারেনিয়ান ডায়লাগ’-এ অংশ নিয়ে একথা বলেন। তিনি বলেন, বহির্বিশ্বের সঙ্গে কোন চুক্তি সই করে ইরান তা থেকে কখনও বেরিয়ে যায়নি। মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান। সেই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে যুক্তরাষ্ট্র ছাড়া ওই সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশ এই আন্তর্জাতিক চুক্তি মেনে চলা হবে বলে প্রতিশ্রুতি দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজনীয় গ্যারান্টি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসে কোন লাভ হবে না এবং ট্রাম্প প্রশাসনের কাছ থেকে সে রকম কোন গ্যারান্টিও আশা করা যায় না । জারিফ বলেন, আমরা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে সই করি তাহলে বিমানযাত্রা শেষ হওয়ার পর তা বাতিল হয়ে যাবে না তার কি নিশ্চয়তা আছে? আপনারা কি কানাডার কথা ভুলে গেছেন? ইরানের পররাষ্ট্রমন্ত্রী জুনে কানাডায় অনুষ্ঠিত জি-সেভেন বৈঠকের কথা স্মরণ করে একথা বলেন। ট্রাম্প ওই সম্মেলনে সমাপনী বিবৃতিতে সই করার ইচ্ছা প্রকাশ করার পরও তার বিমান কানাডা ত্যাগ করার পর তিনি তা করতে অস্বীকৃতি জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাগজের ওপর করা স্বাক্ষর যে ঠিকঠাক থাকবে তার নিশ্চয়তা কে দেবে? জারিফ বলেন, যুক্তরাষ্ট্র নিজের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং চলতি মাসের গোড়ারদিকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওই সমঝোতার ভবিষ্যতকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।
×