ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অহিংস পথের বারতায় ‘মহাত্মা’ নাটক মঞ্চস্থ

প্রকাশিত: ০৫:০৮, ২৪ নভেম্বর ২০১৮

 অহিংস পথের  বারতায় ‘মহাত্মা’  নাটক মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশের রাজনৈতিক ঘূর্ণাবর্তে জটিল ক্রমধারায় ১৯৪৬ সালের ১০ অক্টোবর নোয়াখালীতে দাঙ্গা হলে, অহিংস পথের বারতা নিয়ে সেখানে সফরে আসেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব মহাত্মাগান্ধী। তার নোয়াখালী সফর নিয়ে রচিত হয়েছে মঞ্চ নাটক ‘মহাত্মা’। ইউনিভার্সেল থিয়েটার প্রযোজিত এ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাজহারুল হক পিন্টু। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয় শুক্রবার সন্ধ্যায়। ইতিহাসের সেই অবিস্মরণীয় অধ্যায়ের একটি অংশকে রূপকের মাধ্যমে নাট্যরূপ দেয়া হয়েছে ‘মহাত্মা’ নাটকে। নাটকে উঠে এসেছে সেখানের দাঙ্গার পেছনের কুচক্রী মহলের মুখোশ উন্মোচন। এই সুবিধাবাদী ধর্মান্ধরা সে সময়ে সামরিক আক্রমণের কায়দায় সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেতু, রাস্তা, ডাকঘর নষ্ট করে দেয় সব কিছু। আগুন লাগিয়ে দেয় গ্রামের পর গ্রামে। ব্যাপক লুট, নরহত্যা, নারীহরণ, নারী নির্যাতন করা হয়। সাধারণ মানুষের একমাত্র ভরসা মহাত্মা গান্ধীর কাছে যখন এ সংবাদ পৌঁছায়, তখন তিনি অসহায় মানুষের চিন্তায় অস্থির হয়ে ওঠেন। সমকালীন প্রেক্ষাপট বিবেচনায় ইতিহাসের সেই অবিস্মরণীয় অধ্যায়ের একটি অংশের রূপক ঘটনার ভেতর দিয়ে লেখা নাটক ‘মহাত্মা’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, শওকত আলী মনসুর, আবুল হোসেন খোকন, মাজহারুল হক পিন্টু, দীন ইসলাম শ্যামল, আবদুল ওয়াদুদ, আওলাদ হোসেন, মোহাম্মদ রাসেল, মোখলেস রহমান মাহিন, সিরাজুস সালেহীন শাকিল, ছগির হোসেন প্রমুখ।
×