ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এলিয়েনের মাথার খুলি!

প্রকাশিত: ০৪:৫৬, ২৪ নভেম্বর ২০১৮

 এলিয়েনের মাথার খুলি!

এবার এলিয়েনের মাথার খুলি খুঁজে পাওয়ার দাবি করলেন এক চীনা গবেষক ও লেখক। লি জিয়ানমিন নামের এই লেখক সম্প্রতি বেজিংয়ে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সেমিনারে মাথার খুলিটি প্রদর্শন করেন। সেমিনারে ৫৫ বছর বয়সী লি জিয়ানমিন বলেন, চীনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়ার এক ফেরিওয়ালা আমাকে খুলিটি দিয়েছিল। এটির রং বাদামি। এর ব্যাস ১৬ সেন্টিমিটার। একজন ব্যক্তিগত সংগ্রাহক ভিনগ্রহীর খুলিটি কিছু জিনিসের বিনিময়ে বদলে নেন। এর পর থেকে এটি ওই ফেরিওয়ালার সংগ্রহে ছিল। লি জিয়ানমিন বলেন, ওই ফেরিওয়ালা আমাকে চেনেন। তিনি আমার লেখার ভক্ত। আমি রাস্তা দিয়ে হাঁটার সময় ওই ফেরিওয়ালা আমার কাছে এসে খুলিটি নিয়ে গবেষণার আব্দার করেন। কারণ, খুলিটি আমাদের গ্রহের মানুষের মাথার খুলির মতো নয়। এর পর থেকে আমি বিশ্বের নানা জায়গায় সংরক্ষিত এলিয়েনের শরীরের অন্যান্য অঙ্গের সঙ্গে এটির মিল খোঁজার চেষ্টা করি। ডিএনএ বিশ্লেষণ, বর্ণালিবিক্ষণ ও পারমাণবিক শক্তির মাইক্রোসকপ দিয়ে ভিনগ্রহীর শরীরের অন্যান্য অংশের সঙ্গে এটির মিল খোঁজার চেষ্টা করি। দীর্ঘদিনের গবেষণায় মোট ১০৩ পাতার একটি গবেষণা প্রবন্ধ সম্পন্ন করি। এভাবে দীর্ঘ গবেষণায় প্রতীয়মান হয় এটি ভিনগ্রহীর মাথার খুলি ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, বিশ্বের কেউ যদি প্রকৃত তথ্য দিয়ে প্রমাণ করতে পারেন যে এটি এলিয়েনের মাথার খুলি নয় তাহলে আমি তা গ্রহণ করব। -গ্লোবাল টাইমস অবলম্বনে
×