ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মামলা করলেও ইভিএম ব্যবহার থেকে সরে আসবে না ইসি

প্রকাশিত: ০৪:৫২, ২৪ নভেম্বর ২০১৮

  মামলা করলেও ইভিএম ব্যবহার থেকে সরে আসবে না ইসি

স্টাফ রিপোর্টার ॥ আগামী সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করে ভোট নেয়া হবে। তবে এর বিরুদ্ধে কেউ আপত্তি জানিয়ে মামলা করলেও ইসির কিছু করার নেই। মামলা করলেও নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসবে না ইসি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি আসনে ইভিএম ব্যবহার করে ভোট নেয়া হবে তা জানা যাবে আজ শনিবারের বৈঠকে সিদ্ধান্ত নেয়ার পরÑ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হবে। শুক্রবার আগারগাঁওয়ে ইটিআই ভবনে প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ব্যালট পেপারে ভোট দেয়ার ‘ঝামেলা’ দূর করতে হবে। আর এটি করতে পারে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। ইভিএম একটি নতুন উদ্যোগ। ইতোপূর্বে স্থানীয় সরকার নির্বাচনে এটি ব্যবহার করা হয়েছে। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোন আইনগত বাধা নেই। সেটা ব্যবহার করব। তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। আগে অনুষ্ঠিত জাতীয় কোন নির্বাচনে ইভিএম ব্যবহার না হলেও এবারই প্রথম নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এজন্য সংশোধন করা হয়েছে আরপিও। তবে ইভিএম ব্যবহারের বিরুদ্ধে প্রথম থেকে আপত্তি জানিয়ে আসছে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলও। নবগঠিত ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ইভিএম ব্যবহার না করতে ইসিতে চিঠি দেয়া হয়েছে। তবে ক্ষমতসীন দল ইভিএম ব্যবহারের পক্ষে। ইসি কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর আপত্তির কারণে এবারে নির্বাচনে ঢালাও ইভিএম ব্যবহার করছে না। পরীক্ষমূলকভাবে ব্যবহারের সিদ্ধান্ত ইসির। বিশেষ করে শহরাঞ্চলের কেন্দ্রগুলোতে ইভিএম ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ উপজেলায় জনগণকে সচেতন করতে ইভিএম মেলার আয়োজন সম্পন্ন করা হয়েছে। ইসির পক্ষ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা হয়েছে ইভিএমে ভোট কারচুপি প্রমাণ করতে পারলে এটি ব্যবহারে সিদ্ধান্ত থেকে সরে আসবে ইসি। প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ইভিএম ব্যবহারে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটারদের বোঝাতে হবে। যেখানে ইভিএম ব্যবহার হবে সেখানে কয়েকদিন আগে মানুষকে বোঝাতে হবে, যেন কোন সমস্যা না থাকে। যারা ইভিএমের বিরোধিতা করে তারা এটি এসে পরীক্ষা-নিরীক্ষা করে দেখুক। তাদের লোক দিয়ে ইভিএমের টেকনিক্যাল বিষয় পরীক্ষা করুক। তাহলে তাদের সংশয় কেটে যাবে। ইভিএম ব্যবহারে আপত্তি জানিয়েছে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে আপত্তি না শুনে এটি ব্যবহার করা হলে মামলা করা হবে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যারা মামলা করবে, এটা তাদের বিষয়। ইসির কিছুই করার নেই। আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সীমিত আকারে ব্যবহার করব। এ সিদ্ধান্ত থেকে সরে আসার কোন সম্ভাবনা নেই। প্রশিক্ষকদের উদ্দেশে সিইসি বলেন, ভোটের তারিখ ৩০ ডিসেম্বরকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের প্রস্তুতি ব্যাপক। দিনটি এতই গুরুত্বপূর্ণ যে, ওইদিন জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। রাজনৈতিক দলসহ সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। নিরপেক্ষতা, কারিগরি দক্ষতা এবং নির্বাচন পরিচালনায় আইন ও বিধিবিধান জানা দরকার। আপনারা নির্বাচন কীভাবে পরিচালনা করবেন সেটা জানলেও সহকারী প্রিসাইডিং অফিসারদের জানার কথা নয়। বার বার বিভিন্ন পর্যায়ে এই ট্রেনিং দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দেবেন। পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন, তারা রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা থাকেন মাঠে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক সময় তির্যক কথা বলতে পারেন, কিন্তু সেটা নেয়া যাবে না। তারা প্রশ্ন করবে, জানতে চাইবে। সেটি তাদের বোঝাবেন। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, তাদের সমস্যাগুলো বুঝতে হবে। তাদের সমস্যাগুলো দেখতে হবে। আগে এটি ছিল না, এখন সেটা করতে হবে উল্লেখ করেন। পল্টন থেকে নিখোঁজ যশোরের বিএনপি নেতা আবু বকরের মরদেহ ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়ার বিষয়ে সিইসি বলেন, পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে। যেন দোষীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হয়।
×