ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার

প্রকাশিত: ০৮:৩৭, ২৩ নভেম্বর ২০১৮

 এক সপ্তাহের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ছাপানো হবে বলে জানিয়েছেন এই জোটের পেশাজীবী নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ১১ দফার ভিত্তিতে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার তৈরি করা হচ্ছে। তবে এটা আরও বিস্তৃত হবে। ফ্রন্টের ইশতেহারে ন্যায়বিচার, সুশাসন, কৃষকের অধিকার প্রতিষ্ঠা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে জানিয়ে ইশতেহার কমিটির এক সদস্য জানান, আমরা সকলে মিলে একটি ব্যতিক্রমী ইশতেহার তৈরির চেষ্টা করছি। যার মাধ্যমে দেশের সকল মানুষের সঙ্কটের সমাধান করা সম্ভব হবে। তাছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো গুরুত্ব পাবার কথা জানিয়ে তিনি বলেন, তরুণ ও নারী সমাজও আমাদের ইশতেহারে প্রাধান্য থাকবে। কারণ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে নারী ও তরুণরাই। বৃহস্পতিবার ডাঃ জাফরুল্লাহ চৌধুরী তার ধানমন্ডির অফিসে ইশতেহার কমিটির বৈঠক ডাকেন। এতে ফ্রন্টের শরিক নেতাসহ কমিটির সদস্যরা অংশ নেন। বৈঠকে ইশতেহারের খসড়া তৈরি হয়েছে। বৈঠকের আগে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা আজ ইশতেহার তৈরি করার জন্য বৈঠকে বসেছি। প্রথমে ড্রাফট তৈরি করব। পরে এটা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে পাস হবে। ইশতেহার তৈরির বিষয়ে তিনি বলেন, আমার চিন্তা আছে, মূল বিষয় থাকবে জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার, দেশের মেরামত দরকার। এগুলো চিন্তার মধ্যে আছে। দেখা যাক কী হয়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ রূপকল্প সামনে রেখে আগামী নির্বাচনী ইশতেহার তৈরি করবে এই কমিটি।
×