ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অগমেন্টেড রিয়ালিটি চশমা

প্রকাশিত: ০৭:৪০, ২৩ নভেম্বর ২০১৮

 অগমেন্টেড রিয়ালিটি চশমা

অগমেন্টেড রিয়ালিটি বা এআর প্রযুক্তির স্মার্ট চশমা তৈরিতে হাত দিয়েছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। আগামী দুই বছরের মধ্যেই পণ্যটি বাজারে পাওয়া যাবে। প্রযুক্তিটির মাধ্যমে ব্যবহারকারী বাস্তব দুনিয়ার কোন দৃশ্যকে ভার্চুয়াল ত্রিমাত্রিক চিত্র হিসেবে দেখতে পাবেন। গেইম ও সিনেমা দেখতেও এআর প্রযুক্তি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। হুয়াওয়ে ইতোমধ্যে ‘মেট ২০ প্রো’ মডেলের স্মার্টফোনে অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তি ব্যবহার করেছে। চশমাটি ফোনের সঙ্গেও ব্যবহার করা যাবে বলে জানান হুয়াওয়ের কনজিউমার বিজনেসের সিইও বাট রিচার্ড।
×