ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধর্ষণ মামলায় ঢাবি শিক্ষক কারাগারে

প্রকাশিত: ০৬:৫৬, ২৩ নভেম্বর ২০১৮

 ধর্ষণ মামলায় ঢাবি শিক্ষক  কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ ধর্ষণ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারী অধ্যাপক খালেদ মাহমুদকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শাহিনূর রহমান জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বুধবার রাজধানীর ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন ভিকটিমের স্বামী। ওই রাতেই ভাটারা থানার পুলিশ বসুন্ধরা এলাকা থেকে খালেদ মাহমুদকে আটক করে। মামলার এজাহার অনুযায়ী, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি করে বাদীর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন খালেদ মাহমুদ। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার ইন্সপেক্টর শিহাব উদ্দিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। পাশাপাশি আসামির আইনজীবী শহিদুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, তার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তিনি পরিস্থিতির শিকার। তিনি আরও বলেন, খালেদ মাহমুদ ভিকটিমকে চিনেন না।
×