ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালিত

প্রকাশিত: ০৬:৫৬, ২৩ নভেম্বর ২০১৮

 যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালিত

স্টাফ রিপোর্টার ॥ যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স)। বুধবার এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে মহানবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মিলাদ মাহফিল, কোরানখানি, জিকির আসকর, দান-খয়রাতের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে ব্যক্তি পরিবার ও সমাজ জীবনে মহানবীর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ-মাহফিল, জিকির-আসকার ও এবাদত-বন্দেগী অনুষ্ঠিত হয়। বঙ্গভবনেও অনুষ্ঠিত হয় মিলাদ-মাহফিল। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স) উপলক্ষে বুধবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে এক মিলাদ মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকগণ, সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ ও বেসামরিক উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ এবং সামরিক কর্মকর্তাগণ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবীর মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণসহ মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা। মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের এসব পক্ষকালব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর বাদ এশা এ উপলক্ষে ওয়াজ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতী মাওলানা মিজানুর রহমান ও ঢাকার মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক আল আযহারী। বুধবার থেকে সপ্তাহব্যাপী মহানবী (স) জীবন ও কর্মের ওপর সেমিনার শুরু হয়েছে।
×