ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিয়োগ স্থগিত করতে পিএসসির নামে ভুয়া চিঠি

প্রকাশিত: ০৬:৫৫, ২৩ নভেম্বর ২০১৮

  নিয়োগ স্থগিত করতে  পিএসসির নামে ভুয়া চিঠি

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন নিয়োগ স্থগিত করতে কয়েকটি মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) নামে ভুয়া চিঠি পাঠানো হয়েছে। পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, ওই চিঠি সম্পূর্ণ ভুয়া। এটির কোন ভিত্তি নেই। সকলকে প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছেন পিএসসি চেয়ারম্যান। জানা গেছে, বৃহস্পতিবার সকালে পিএসসি ওই ভুয়া চিঠির বিষয়ে জানতে পারে। পিএসসির প্যাডে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার কারণে সব মন্ত্রণালয় ও অধিদফতরের শূন্য পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর থেকে নিয়োগ দেয়ার জন্য বলা হয়েছে। পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ওই চিঠি সম্পূর্ণ ভুয়া। এটির কোন ভিত্তি নেই। আমরা এ ধরনের কোন সিদ্ধান্ত নেইনি। মানুষকে বিভ্রান্ত করতেই এ ধরনের চিঠি দেয়া হয়েছে। এ চিঠির কোন বৈধতা নেই। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বলা হচ্ছে। এই ভুয়া চিঠি জারির বিষয়ে পিএসসির পক্ষ থেকে আইনী পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারী দফতর ও সংস্থাসগুলোকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। কমিশন সচিবের প্যাড ব্যবহার করে পিএসসির উপ-সচিব সুব্রত কুমার দের স্বাক্ষর নকল করে গত ১১ নবেম্বর ওই জাল চিঠি ছাড়া হয় বলে বৃহস্পতিবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই চিঠি পিএসসি জারি করেনি জানিয়ে এ বিষয়ে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। ‘সরকারী সকল শূন্য পদে নিয়োগ স্থগিত করার প্রসঙ্গে’ শিরোনামে ভুয়া ওই চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত সকল মন্ত্রণালয় ও অধিদফতরের অধীনে শূন্য পদে নিয়োগপ্রাপ্তদের নির্বাচন কমিশন তফসিল ঘোষণার কারণে নিয়োগ স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় ও অধিদফতর কর্তৃক প্রেরিত প্রস্তাবটি কমিশন সমীপে উপস্থাপন করা হলে প্রাপ্ত কাগজপত্র ও তথ্যবলীর ভিত্তিতে সকল বিভাগের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়। উক্ত নিয়োগ আদেশ পুনরায় আগামী ৩ ডিসেম্বর ২০১৮ইং হতে দেয়ার জন্য বলা হল।’
×