ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে মানহানির মামলায় মইনুলের বিরুদ্ধে চার্জ গঠন ১০ জানুয়ারি

প্রকাশিত: ০৬:৫৫, ২৩ নভেম্বর ২০১৮

 রংপুরে মানহানির মামলায় মইনুলের বিরুদ্ধে চার্জ গঠন ১০ জানুয়ারি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২২ নবেম্বর ॥ রংপুরের আদালতে করা মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা আগামী ১০ জানুয়ারি চার্জ গঠনের দিন নির্ধারণ করেছেন। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে তাকে আদালত চত্বরে নেয়া হয়। এ সময় আদালতের সামনের সড়কে সর্ব সাধারণের চলাচর বন্ধ করে দেয়া হয়। এমনকি সাংবাদিকদেরও আদালতের চত্বরে প্রবেশ অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়। এ সময় আদালতে মামলার বাদী এবং উভয়পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত এ আদেশ দেন। গত ২২ সেপ্টেম্বর রংপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন নারী অধিকার কর্মী মিলি মায়া বেগম। ওইদিন সন্ধ্যায় তাকে ঢাকায় গ্রেফতার করা হয় এবং ৩ নবেম্বর রংপুরের কারাগারে তাকে নেয়া হয়। বাদী পক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার রংপুরের কারাগার থেকে মানহানি মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষের আইনজীবী এবং রংপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল কাইউম মন্ডল ও এ্যাডভোকেট আফতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার ঢাকায় হাইকোর্টে এই মামলার বিষয়ে কোয়াশমেন্ট শুনানি রয়েছে এজন্য রংপুরে আমরা জামিনের জন্য আবেদন করিনি। এর আগে গত ৪ নবেম্বর শুনানির জন্য রংপুরে হাজির করা হলে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ৫ পুলিশসহ উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে।
×