ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপন করতে চায় দুদক

প্রকাশিত: ০৬:১৬, ২৩ নভেম্বর ২০১৮

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপন করতে চায় দুদক

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপন করতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, একই সঙ্গে প্রতিটি সরকারী অফিসেও সততা কর্নার করা যেতে পারে। বৃহস্পতিবার রাজধানীর পলাশীর ব্যানবেইজ ভবনে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের দফতরে সততা কর্নার পরিদর্শন করে দুদক চেয়ারম্যান এ মন্তব্য করেন। অনুষ্ঠানে আরও ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোঃ মনজুর হোসেন প্রমুখ। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন দেশের প্রায় ৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের পাশাপাশি সততা স্টোর স্থাপন করতে চায়। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ গঠন করা হয়েছে, এর প্রত্যেকটিতেই সততা স্টোর স্থাপন করা হচ্ছে। সততা স্টোর স্থাপনে কমিশন থেকে ২০ থেকে ৩০ হাজার করে টাকা দেয়া হবে। এছাড়া অনেক প্রতিষ্ঠান স্ব-প্রণোদিত হয়ে সততা স্টোর স্থাপন করছে।
×