ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গায়েবি মামলা নিয়ে রিটের শুনানি শেষ ॥ আদেশ রবিবার

প্রকাশিত: ০৬:১৬, ২৩ নভেম্বর ২০১৮

গায়েবি মামলা নিয়ে রিটের শুনানি শেষ ॥ আদেশ রবিবার

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে বিএনপির সিনিয়র আইনজীবীসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ‘গায়েবি’ মামলার বৈধতা নিয়ে রিটের ওপর হাইকোর্টের তৃতীয় একক বেঞ্চে শুনানি শেষ হয়েছে, আদেশের জন্য আগামী রবিবার দিন ধার্য করেছে হাইকোর্ট। অন্যদিকে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিমের ১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের দেয়া রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপীল বিভাগ। একই সঙ্গে নিয়মিত আপীল আবেদন (লিভ টু আপীল) করতে বলা হয়েছে। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। হাইকোর্টের আদেশ আপীলে স্থগিত ॥ ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল-মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য মোঃ হাফিজ ইব্রাহিমের ১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের দেয়া রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপীল বিভাগ। একই সঙ্গে নিয়মিত আপীল আবেদন (লিভ টু আপীল) করতে বলা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বে আপীল বিভাগের সাত সদস্যের পুর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন। গত ১১ নবেম্বর মামলা বাতিলের আবেদন খারিজ করেন হাইকোর্ট।
×