ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বাচনে জিতলে গত ১০ বছরে দোষী পুলিশদের কোন শাস্তি নয়

প্রকাশিত: ০৬:১৫, ২৩ নভেম্বর ২০১৮

নির্বাচনে জিতলে গত ১০ বছরে দোষী পুলিশদের কোন শাস্তি নয়

স্টাফ রিপোর্টার ॥ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী নির্বাচনে জিততে পারলে গত ১০ বছরে দোষী পুলিশদের কোন ধরনের শাস্তি না দেয়াসহ ১২ দফা প্রস্তাব রেখেছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার তৈরিতে এই ১২ দফা বিবেচনার আহ্বান জানিয়েছে দলটি। প্রস্তাবগুলো নির্বাচন কমিশনের কাছেও তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমদ। বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অলি আহমদ নির্বাচনী ইশতেহারের জন্য এই ১২ দফা প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার পর এবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছে বাংলাদেশ। নির্বাচন হবে কিনা, জনগণ ভোট দিতে পারবে কিনা এসব নিয়ে চরম সংশয় দেখা দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নিজেদের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার গঠন করতে হবে। এজন্য প্রয়োজন জনগণের সৎ সাহস ও সচেতনতা। তাহলে সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হবে। এতে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সেই সঙ্গে দলীয়করণ থেকে রেহাই পাবেন সরকারী কর্মকর্তা-কর্মচারীরা। এলডিপি চেয়ারম্যান আরও বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, আগামী নির্বাচন অনুষ্ঠানের সময় সব স্তরের সরকারী, আধাসরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা দলীয় প্রভাবমুক্ত হয়ে, নিজের বিবেকের তাড়নায় জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবেন। কোন রাজনৈতিক দলের সেবাদাস হিসেবে দায়িত্ব পালন করা মনুষ্যত্বের কাজ হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, আগামী দিনে আমরা নির্বাচিত হলে জনগণের কল্যাণে ১২টি প্রস্তাব বিবেচনা করব। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনী ও সরকারী কর্মকর্তাদের প্রভাবিত করার অভিযোগ তুলে বলেন, সরকার নানাভাবে সরকারী কর্মকর্তাদের প্রভাবিত করার চেষ্টা করছে। এটা চলতে দেয়া যাবে না। আমরা মনে করি গণতন্ত্রের স্বার্থে এ রকম সিদ্ধান্ত সকলের জন্য আত্মঘাতী হবে।
×