ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধের চেতনায় যে কোন কাজে সহযোগিতা দেবে সেনাবাহিনী ॥ সেনাপ্রধান

প্রকাশিত: ০৬:১৪, ২৩ নভেম্বর ২০১৮

মুক্তিযুদ্ধের চেতনায় যে কোন কাজে সহযোগিতা দেবে সেনাবাহিনী ॥ সেনাপ্রধান

বিডিনিউজ ॥ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সরকারের নেয়া যে কোন কার্যক্রমে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বেশ কয়েকজন সাবেক সেনাপ্রধানসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন জেনারেল আজিজ। গত জানুয়ারি থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা সদস্যদের অন্যান্য মুক্তিযোদ্ধাদের মতো ভাতা পাওয়ার কথা উল্লেখ করেন তিনি। সেনাবাহিনী এখন শুধু তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনী বিভিন্ন আর্থ-সামাজিক ও জাতিগঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকার ও প্রশাসনকে সহযোগিতা দিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ, রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ, শৃঙ্খলা আনয়ন এবং তাদের নিবন্ধন কার্যক্রমসহ সব জায়গায় সেনা সদস্যরা কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। ‘এছাড়া দেশে জঙ্গী দমনে যেমন সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে, তেমনি বিশ্ব শান্তি রক্ষা কার্যক্রমেও বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা আজ প্রশংসিত।’ অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর তিনজন বীরশ্রেষ্ঠ-এর নিকট আত্মীয়, তিনজন বীর উত্তম, ১৪ বীর বিক্রম ও ২৭ জন বীর প্রতীককে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া ২০১৭-১৮ সালে ‘শান্তিকালীন’ সময়ে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে নয়জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ১৯ জনকে ‘বিশিষ্ট সেবা পদক’ দেয়া হয়।
×