ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফিরোজের ঋণ পুনর্তফসিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

প্রকাশিত: ০৬:১২, ২৩ নভেম্বর ২০১৮

ফিরোজের ঋণ পুনর্তফসিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ সোনালী ব্যাংক থেকে জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজের ২৭ কোটি টাকা ঋণ পুনর্তফসিলের সর্বশেষ সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। এর ফলে তিনি এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী বিলকিস আখতার হোসেনের দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এদিকে দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া (খাগড়াছড়ি) ও সাবেক সংসদ সদস্য মোঃ আবদুল ওহাবকে (ঝিনাইদহ -১) বিচারিক আদালতের দেয়া সাজা স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক দুটি আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে আবেদন দুটির বিষয়ে শুনানির জন্য আগামী রবিবার শুনানির দিন নির্ধারণ করেছে আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। মোশারফের স্ত্রীর রিট খারিজ ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী বিলকিস আখতার হোসেনের দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ খারিজ আদেশ দেয়। এতে তার বিরুদ্ধে মামলা দায়েরসহ তদন্তে আর কোন বাধা রইল না বলে জানান ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোঃ খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক । সাজা স্থগিত চেয়ে দুই জনের আবেদন ॥ দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া (খাগড়াছড়ি) ও সাবেক সংসদ সদস্য মোঃ আবদুল ওহাবকে (ঝিনাইদহ -১) বিচারিক আদালতের দেয়া সাজা স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক দুটি আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে আবেদন দুটির বিষয়ে শুনানির জন্য আগামী রবিবার শুনানির দিন নির্ধারণ করেছে আদালত।
×