ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিরাপদ মনে করে বিএনপি জামায়াত ভাইবার ইমো হোয়াটসএ্যাপ স্কাইপিতে কথা বলছে

প্রকাশিত: ০৬:১১, ২৩ নভেম্বর ২০১৮

নিরাপদ মনে করে বিএনপি জামায়াত ভাইবার ইমো হোয়াটসএ্যাপ স্কাইপিতে কথা বলছে

ফিরোজ মান্না ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা ভাইবার, হোয়াটসএ্যাপ, স্কাইপি, ইমোতে কথা বলছেন। সরাসরি ফোন কল থেকে নিরাপদ মনে করে এসব এ্যাপ ব্যবহার করে তারা তৃণমূল পর্যন্ত নানা নির্দেশ ও পরামর্শ দিচ্ছেন। স্মার্ট এ্যাপ ব্যবহার করে ভয়েস কল করলে টাকা গুণতে হচ্ছে না। বিটিআরসি বলছে, গত বছরই একটা সিদ্ধান্ত নেয়া হয়েছিল এ্যাপগুলো ব্যবহারের নীতিমালা তৈরি করার। কিন্ত তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। মোবাইল ফোনে এ ধরনের ‘ওভার দ্য টপ’ (ওটিটি) এ্যাপ ব্যবহার করে ভয়েস কলের সুবিধা নিচ্ছে ব্যবহারকারীরা। আসন্ন নির্বাচনে সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রার্থীদের স্কাইপি সাক্ষাতকার নেয়ার পর থেকেই বিষয়টি আলোচনায় উঠে এসেছে। একই সঙ্গে ভাইবার, হোয়াটসএ্যাপ ও ইমোর মতো এ্যাপ ব্যবহার করে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীরা যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। এ কাজটি শুধু বিএনপিই করছে না। জামায়াত এসব এ্যাপের বেশি সুবিধা ভোগ করছে। তারা কোথায় কি করতে হবে-কি করতে হবে না তার নির্দেশ দিচ্ছে বলে তথ্যপ্রযুক্তিবিদরা মনে করছেন। কারণ ক্ষমতাসীন দলের এসব এ্যাপের সুবিধা নিতে হচ্ছে না। তাদের এমনিতেই একটি নেটওয়ার্ক রয়েছে। ক্ষমতাসীনরা বিষয়টি নিয়ে খুব একটা ভাবছেও না। কিন্তু এই বিষয়টি ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল সক্রিয় রয়েছে। তারা চাইবে কি করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা যায়। এই চক্রান্তের সঙ্গে দেশী বিদেশী চক্রান্ত হচ্ছে। বিদেশ থেকে দেশে যে সব নির্দেশ আসছে তা সরকারের লোকজন জানতে পারছে না। ওটিটি ব্যবহার করে কথা বলা হচ্ছে। বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে বিটিআরসি কঠোর নজরদারি করে যাচ্ছে। তবে ওটিটি সারা দুনিয়াকেই চিন্তায় ফেলে দিয়েছে। স্মার্ট এ্যাপগুলোর ওপর এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবে উন্নত দেশগুলোতে এ সব এ্যাপগুলোর ওপর নিয়ন্ত্রণ করছে। আমাদের দেশেও কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ কোন ষড়যন্ত্র করতে পারবে না। কারণ বিটিআরসি ইতোমধ্যে কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। অন্যদিকে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা করেছি। এ সব এ্যাপ ব্যবহার করে কেউ খুব একটা সুবিধা পাবে না। তবে হ্যাঁ তারা, ভাইবার, হোয়াটসএ্যাপ, ইমোর মতো স্মার্টফোন এ্যাপে ভয়েস কল সুবিধা পাচ্ছে। এতে আন্তর্জাতিক ফোনকল কমে যাচ্ছে এ ছাড়া তেমন কোন সুবিধা করতে পারবে না।
×