ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফেসবুকে ১৫০ কোটি ভুয়া এ্যাকাউন্ট

প্রকাশিত: ০৫:০৪, ২৩ নভেম্বর ২০১৮

 ফেসবুকে ১৫০ কোটি ভুয়া এ্যাকাউন্ট

ফেসবুকের প্রকৃত গ্রাহক সংখ্যা বাড়ার পাশাপাশি ভুয়া আইডির সংখ্যাও বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মটির ভুয়া এ্যাকাউন্ট তথা আইডি সম্পর্কিত একটা ধারণা পাওয়া যায় প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য থেকে। শুধু এ বছর ১৫০ কোটি ভুয়া ফেসবুক এ্যাকাউন্ট সরিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ২১০ কোটি স্প্যাম সরানো হয়েছে। যদিও এখনও অনেক ভুয়া এ্যাকাউন্ট রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জিএসএম এ্যারেনার এক প্রতিবেদনে বলা হয়, এ বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ভুয়া এ্যাকাউন্ট সরানোর কাজ করে ফেসবুক। এ সময়ে ১৫০ কোটি ভুয়া এ্যাকাউন্ট ডিলিট করে প্রতিষ্ঠানটি। এছাড়া ২১০ কোটি স্প্যাম কনটেন্ট ডিলিট করা হয়। এর মধ্যে ছিল যৌনতা, ঘৃণা-সূচক বক্তব্য, সন্ত্রাসী প্রচার, সহিংসতা ছড়ায় এমন কনটেন্টসহ নানা ধরনের নেতিবাচক কনটেন্ট।-অর্থনৈতিক রিপোর্টার
×