ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেনারেশন নেক্সট ফ্যাশনের লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৫:০০, ২৩ নভেম্বর ২০১৮

 জেনারেশন নেক্সট ফ্যাশনের লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত পোশাক খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যশন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ১৪তম বার্ষিক সাধারণ সভায় নিজেদের কোম্পানি প্রাঙ্গণে লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ২০১৭-১৮ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৫৬ পয়সা। কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সা। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তাউহিদুল ইসলাম চৌধুরী। এছাড়া জেনারেশন নেক্সট ফ্যশনের এমডি রাজিব শেঠিসহ কোম্পানির শীর্ষ কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার
×