ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৪:৫৯, ২৩ নভেম্বর ২০১৮

 ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৮ কোটি ৪০ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর ৫ লাখ ৪৪ হাজার ৫২০টি শেয়ার ১২ বার হাত বদল হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির মোট ৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৪৩ লাখ ৭১ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটা ফার্মাসিউটিক্যালের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। এছাড়া ভিএফএস থ্রেড ডাইংয়ের ৭৭ লাখ ২০ হাজার টাকার, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের ৩৫ লাখ ৪০ হাজার টাকার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ২৭ লাখ ৭৫ হাজার টাকার, প্রাইমটেক্সের ২০ লাখ ১০ হাজার টাকার এবং ইনটেকের ১৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×