ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৪:৩৫, ২৩ নভেম্বর ২০১৮

 চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামির  মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২২ নবেম্বর ॥ চাঁদপুর শহরের আলিমপাড়ার বাসিন্দা জাকিয়া বেগম (৩৬) কে শ্বাসরোধ করে হত্যার দায়ে আসামি খায়ের মিয়াকে মৃত্যুদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খাঁন এই রায় দেন। হত্যার শিকার জাকিয়া বেগম আলিমপাড়ার শহীদ বেপারির স্ত্রী। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি খায়ের মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মিরপুর গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে। উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর নিহত জাকিয়া বেগম কাউকে কিছু না বলে নিজ ঘর থেকে বের হয়ে চলে যায়। তাকে পরে খুঁজে না পেয়ে ২০১৬ সালের ২ জানুয়ারি জাকিয়ার ছোট বোন পাপিয়া বেগম চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর জাকিয়ার পরিবারের লোকজন জানতে পারে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানায় একজন নারীর মরদেহ পাওয়া গেছে। কিন্তু এর পূর্বেই জাকিয়াকে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়। তারই সূত্র ধরে ওই থানায় গিয়ে যোগাযোগ করেন বোন পাপিয়া এবং দাফনের পূর্বের জামা-কাপড় দেখে তার বোন জাকিয়া শনাক্ত করেন।
×