ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষ ॥ আহত ২৪

প্রকাশিত: ০৪:৩৪, ২৩ নভেম্বর ২০১৮

 মুন্সীগঞ্জে দুইপক্ষের  সংঘর্ষ ॥ আহত ২৪

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার বালুচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের টেঁটা যুদ্ধে ১০ জন টেঁটাবিদ্ধসহ ২৪ জন আহত হয়েছেন। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাংচুর হয়েছে। টেঁটাবিদ্ধ ৯ জনকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন মিলন, আসাদ মোল্লা, জামাল মোল্লা, মাসুম, খোকন সরকার, আক্তার মুন্সী, জাকারিয়া, আক্তার মোল্লা, মজিবর মুন্সী, মোক্তার হোসেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় নুরু বাউল গ্রæপ ও নাছির মোল্লা গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পর্যায়ক্রমে ৪-৫ টি গ্রামে দুই পক্ষের মধ্যে এই সংর্ঘষ ছড়িয়ে পরে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন রয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে নুরু বাউল ও নাছির মোল্লা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর আগে এই বিরোধের জের ধরে গত ২০ আগস্ট নাসির মোল্লা গ্রæপের তকবির মোল্লা নামে এক সমর্থক টেঁটাবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। এ ঘটনায় সেই সময় আওলাদ মোল্লা বাদী হয়ে ৬০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলার ৩৪ জন গ্রেফতার হলেও গত ১৯ অক্টোবর ২৭ আসামি জামিন পেয়ে যান। ওই দিন সন্ধ্যায় তারা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়।
×