ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চবিতে ভর্তিচ্ছুর আমরণ অনশন

প্রকাশিত: ০৪:৩১, ২৩ নভেম্বর ২০১৮

চবিতে ভর্তিচ্ছুর আমরণ অনশন

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েও কাগজপত্রের অভাবে ভর্তি হতে না পেরে আমরণ অনশন করছে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে আমরণ অনশন শুরু করে ওই ভর্তিচ্ছু। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সে অনশন চালিয়ে যাচ্ছে। অনশনরত শিক্ষার্থীর নাম মোঃ রহমত উল্লাহ। সে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯১৭তম হয় এবং তার পছন্দক্রম অনুযায়ী ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তির জন্য চূড়ান্ত মনোনীত হয়। অনশনরত শিক্ষার্থী রহমত বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার পথে গত ১৭ নবেম্বর আমার সব মূল এ্যাকাডেমিক সনদসহ ব্যাগ ছিনতাই হয়ে যায়। ১৮ নবেম্বর ছিল ভর্তি হওয়ার শেষ সময়। কিন্তু মূল সনদপত্র না থাকায় আমাকে ভর্তি করান হয়নি। তাই আমি ভর্তি হতে আমরণ অনশন করছি। এ সময় ভর্তি না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ভর্তির জন্য একটা ছেলে অনশন করছে বলে আমরা শুনেছি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাব। দৃষ্টি আকর্ষণ করা হলে বি ইউনিটের কো-অর্ডিনেটর এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী বলেন, ভর্তি প্রক্রিয়া আমার একার বিষয় নয়া।
×