ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে দুর্বৃত্তের হাতে ছাত্র খুন

প্রকাশিত: ০৪:২৯, ২৩ নভেম্বর ২০১৮

নরসিংদীতে দুর্বৃত্তের  হাতে ছাত্র খুন

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ তানভীর আহমেদ খান (১৮) নামে এক কলেজছাত্র দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছে। বৃহস্পতিবার ভোরে শহরের বীরপুরের নিজ বাসা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে বের হয় তানভীর। পরে স্থানীয় বীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা- চট্টগ্রাম রেল সড়কের পাশে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এলাকাবাসী সূত্রে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ সকাল পৌনে ৮ টায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হওয়া তানভীর রাজধানীর নটরডেম কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক পাস করেছে। সে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিল। হোস্টেল থেকে বিছানাপত্র আনার জন্য চট্টগ্রাম মেইল ট্রেনে ঢাকা যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। তানভীরের মামা আঙ্গুর মিয়া জানান, শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের বিএসসি শিক্ষক নাসির উদ্দিন খানের পুত্র তানভীর। ৩ ভাই বোনের মধ্যে মেধাবী ছাত্র ছিল তানভীর। কুমিল্লায় গৃহকর্মী ও যুবক নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মাহমুদা আক্তার শিরিনের বাসা থেকে আকলিমা আক্তার নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে কৃষ্ণচূড়া নামের ২য় তলা সরকারী কোয়ার্টার থেকে তার লাশ উদ্ধার করা হয়। আকলিমা আক্তার নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিল কাঁকড়াকান্দা গ্রামের জাহের আলীর মেয়ে। এছাড়া জেলার সদর দক্ষিণ উপজেলায় বিজিবির সোর্স হিসেবে পরিচিত খোরশেদ আলম নামের এক যুবককে গলা কেটে করে হত্যা করেছে মাদক বিক্রেতারা। বুধবার রাতে পৃথক এ দুটি ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মাহমুদা আক্তার শিরিন জানান, প্রায় ২ বছর ধরে ওই চিকিৎসকের বাসায় কাজ করে আসছিল আকলিমা আক্তার (১৪)। বুধবার বিকেল ৩টার দিকে বাসার কাজ শেষে গোসলের উদ্দেশ্যে সে বাথরুমে প্রবেশ করে। দীর্ঘক্ষণ ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে বাথরুম থেকে ওড়নায় পেঁচানো অবস্থায় ওই গৃহকর্মীর অর্ধঝুলন্ত মরদেহ উদ্ধার করে। গাজীপুরে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে এক ওয়ার্কশপ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ নিজ দোকান থেকে বুধবার উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোঃ ছাদেক আলী (৩৮)। সে নাটোরের লালপুর থানার গধুয়া এলাকার কুদ্দুছ শেখের ছেলে। কালিয়াকৈর থানা পুলিশ গত কয়েক বছর ধরে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার মোঃ হোসেনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন ছাদেক। পরবর্তীতে তিনি স্থানীয় সফিপুর বাজার এলাকায় রশিদ নুরজাহান প্লাজায় একটি কক্ষ ভাড়া নিয়ে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিয়ে ব্যবসা শুরু করেন। রাত ১০টার দিকে ছাদেক তার দোকানে বসে সাবেক কর্মচারী নাজমুল হোসেনের সঙ্গে আলাপ করতে দেখেন এলাকাবাসী। এরপর রাত ১১টার দিকে বাইরে থেকে তালা দেয়া দোকানের ভেতর থেকে ডাক-চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে যায়। তারা দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ছাদেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে ছাদেককে উদ্ধার করে স্থানীয় সফিপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝালকাঠিতে ছাত্র নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, ঝালকাঠির সরকারী নলছিটি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রাকিব হোসেনকে (১৭) পিটিয়ে হত্যা করেছে সহপাঠীরা। এ ঘটনায় আহত হয়েছে নিহত রাকিবের সহপাঠী বন্ধু সাকিব হোসেন (১৭)। বুধবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হত্যাকান্ড জড়িত সন্দেহে পুলিশ শহরের হাসপাতাল সড়কের কাওছার হোসেন সালমান (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করে মধ্যরাতে ছেড়ে দেয়। নিহত রাকিব পৌরসভার নান্দিকাঠি এলাকার রিক্সাচালক মাসুম হোসেনের ছেলে। জানা যায়, রাকিবের সঙ্গে স্থানীয় একটি মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে সহপাঠী নাফিউল, সিহাব, তানভীর ও রাহাতের বিরোধ চলছিল। সিলেটে পাথর ব্যবসায়ী স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, কোম্পানীগঞ্জে ডাকাতের হামলায় শুকুর মিয়া (৩২) নামের এক পাথর ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নয়াগাংগেরপার গ্রামের ইব্রাহীম আলীর পুত্র। শুকুর মাশাল্লাহ স্টোন ক্রাসারের (টমটম) স্বত্বাধিকারী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টার দিকে শুকুর আলী নিজ গ্রাম থেকে মোটরসাইকেলযোগে ভোলাগঞ্জ যাচ্ছিলেন। পথে ধলাই ব্রিজ সংলগ্ন এলাকায় পাড়ুয়া গ্রামের হাবিব মিয়ার লোকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×