ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার নেপালে যান্ত্রিক ত্রুটির কবলে বিমানের ফ্লাইট

প্রকাশিত: ০৭:১৫, ২১ নভেম্বর ২০১৮

এবার নেপালে যান্ত্রিক ত্রুটির কবলে বিমানের ফ্লাইট

স্টাফ রিপোর্টার ॥ এবার নেপালে যান্ত্রিক ত্রæটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মঙ্গলবার বিকেলে বিজি ০৭২ ফ্লাইটে (বোয়িং ৭৩৭)-এ ঘটনা ঘটে। উড়োজাহাজটিতে হাইড্রলিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকামুখী ওই ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়। এতে বেশ কিছু যাত্রী ভোগান্তির শিকার হন। রাতে অপর একটি ড্যাশ-৮ যোগে ঢাকা থেকে প্রকৌশল পাঠিয়ে ত্রুটি কবলিত উড়োজাহাজটিকে মেরামত করা হয়। এরপর রাত এগারোটায় ড্যাশ-৮ উড়োজাহাজ ৭৫ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে। আর ৭৩৭ যোগে আনা হয় বাকি যাত্রী। জানা গেছে, মঙ্গলবার ওই (বিজি-০৭১) ফ্লাইট ঢাকা থেকে পূর্ণ যাত্রী নিয়ে কাঠমান্ড রওনা হয়। সিডিউল মোতাবেক সেখানে পৌঁছার পর যথারীতি ফিরতি ফ্লাইটের (০৭২) প্রস্তুতিও নেয়া হয়। ১৫৯ জন যাত্রী নিয়ে আকাশে উড়ার মুহূর্তে পাইলট দেখতে পান এতে হাইড্রলিক ত্রুটি। তিনি বাধ্য হয়েই যাত্রা বাতিল করেন। খবর পেয়ে ঢাকা থেকে অপর একটি ড্যাশ ফ্লাইটে প্রকৌশলীদের একটি টিম পাঠানো হয়। তারা কাঠমান্ডতে নেমেই ত্রুটিকবলিত উড়োজাহাজটির পরীক্ষা-নিরীক্ষা শেষে মেরামত করতে সক্ষম হন। বিমানের এমডি ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ জনকণ্ঠকে বলেন, এটি রাতে ঠিক করা সম্ভব হলেও ক্রু টাইমিংয়ের কারণে হয়তো ঢাকায় ফিরতে সময় লাগতে পারে।
×