ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় যুব আরচারিতে সেরা বিকেএসপি

প্রকাশিত: ০৬:৪৬, ২১ নভেম্বর ২০১৮

 জাতীয় যুব আরচারিতে সেরা বিকেএসপি

স্পোর্টস রিপোর্টার ॥ টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে মঙ্গলবার ‘তীর জাতীয় যুব আরচারি চ্যাম্পিয়নশিপ’ শেষ হয়েছে। ৭ স্বর্ণ, ৪ রৌপ্য, ৬ তাম্রপদক নিয়ে বিকেএসপি পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করে। রানার্সআপ হয় তীরন্দাজ সংসদ (৫-৫-২)। কোয়ান্টাম স্পোর্টিয়াম অধিকার করে তৃতীয় স্থানটি (১-১-০)। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক শোয়েব মোঃ আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লেঃ জেনারেল মইনুল ইসলাম, সহ-সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। চূড়ান্ত খেলায় জুনিয়র ক্যাটাগরিতে (অনুর্ধ-২০) রিকার্ভ বালক এককে তামিমুল ইসলাম (বিকেএসপি) ৬-৪ সেট পয়েন্টে আফজাল হোসেনকে (বিকেএসপি), রিকার্ভ বালিকা এককে হিরা মনি (বিকেএসপি) ৬-৪ সেট পয়েন্ট ব্যবধানে বর্ষা খাতুনকে (তীরন্দাজ সংসদ), রিকার্ভ বালক দলগতভাবে বিকেএসপি (তামিমুল ইসলাম, আফজাল হোসেন ও আশরাফ মোল্লা) ৬-০ সেট পয়েন্টে কোয়ান্টাম স্পোর্টিয়ামকে (দিপন মুরং, ম্যানগ্রিং মুরং ও নাইমুর রহমান), রিকার্ভ মিশ্র দলগতভাবে বিকেএসপি (তামিমুল ইসলাম ও হিরা মনি) ৬-০ সেট পয়েন্টে তীরন্দাজ সংসদকে (বর্ষা খাতুন ও রিমন হাওলাদার), কম্পাউন্ড বালিকা এককে নাহিদা আক্তার (তীরন্দাজ সংসদ) ১৩২-১২২ স্কোরে রিতু আক্তারকে (তীরন্দাজ সংসদ), ক্যাডেট ক্যাটাগরিতে (অনুর্ধ-১৭) রিকার্ভ বালক এককে আল আমিন (কোয়ান্টাম স্পোর্টিয়াম) ৬-৪ সেট পয়েন্টে সাকিব মোল্লাকে (তীরন্দাজ সংসদ), রিকার্ভ বালিকা এককে রাদিয়া আক্তার শাপলা (বিকেএসপি) ৬-৫ সেট পয়েন্টে দিয়া সিদ্দিকীকে (বিকেএসপি), রিকার্ভ বালক দলগতভাবে বিকেএসপি (হাকিম আহমেদ রুবেল, মিশাদ প্রধান ও প্রদীপ্ত চাকমা) ৬-০ সেট পয়েন্টে কোয়ান্টাম স্পোর্টিয়ামকে (ঔংম্রাচিং মারমা, আল আমিন ও ভানরুম বম), রিকার্ভ ক্যাডেট মিশ্র দলগতভাবে বিকেএসপি (হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী) ৫-৪ সেট পয়েন্টে তীরন্দাজ সংসদকে (ইব্রাহিম শেখ রেজওয়ান ও ইতি খাতুন), কম্পাউন্ড বালক এককে সিয়াম সিদ্দিক (তীরন্দাজ সংসদ) ১৪৩-১২৯ স্কোরে হিমু বাছারকে (বিকেএসপি), কম্পাউন্ড বালিকা এককে বন্যা আক্তার (তীরন্দাজ সংসদ) ১৩৬-১০২ স্কোরে পুষ্পিতা জামানকে (বিকেএসপি), কম্পাউন্ড বালক দলগতভাবে তীরন্দাজ সংসদ (কুতুবউদ্দিন, রবিউল ইসলাম ও সিয়াম সিদ্দিক) ২২০-২১৫ স্কোরে বিকেএসপিকে হারিয়ে স্বর্ণপদক লাভ করেন।
×