ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উয়েফা নেশন্স লীগের সেমিতে হল্যান্ড

প্রকাশিত: ০৬:৪১, ২১ নভেম্বর ২০১৮

 উয়েফা নেশন্স লীগের সেমিতে হল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিদায় আগেই নিশ্চিত হয়েছিল। তবে শেষটা ভাল করে অন্তত ব্যর্থতা ভোলার চেষ্টা করতে পারতো ইউরোপের পাওয়ার হাউসরা। কিন্তু না, সেটা পারেনি জোয়াকিম লোর দল। সোমবার রাতে উয়েফা নেশন্স ফুটবলে ‘এ’ লীগের ‘১’ নম্বর গ্রুপের ম্যাচে দুই গোলে এগিয়ে যেয়েও অতিথি হল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্বাগতিক জার্মানি। ঘারের মাঠ জেলসেনকির্চেনে ৮৪ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে ছিল জার্মানরা। কিন্তু শেষ পাঁচ মিনিটে দুই গোলই পরিশোধ করে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা ডাচরা। কমলা জার্সিধারীদের আচমকা এই ঘুরে দাঁড়ানোয় জার্মানির খুব একট ক্ষতি না হলেও হতাশ হতে হয়েছে গ্রুপের আরেক দল ফ্রান্সকে। এই ড্রয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিনদের টপকে আসরের সেমিফাইনালে উঠে গেছে ঘুরে দাঁড়ানো হল্যান্ড। তার মানে এই গ্রুপ থেকে বিদায় নিতে হলো বর্তমান ও সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নকে। তাদের এখন খেলতে হবে দ্বিতীয় সারির ‘বি’ লীগে। প্রথম লেগে নিজেদের মাঠে জার্মানদের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছিল ডাচরা। গ্রুপের খেলা শেষে চার ম্যাচে ৭ করে পয়েন্ট পেয়েছে হল্যান্ড ও ফ্রান্স। কিন্তু হেড টু হেডে এগিয়ে থাকায় শিরোপা লড়াইয়ের টিকেট পেয়েছে ডাচরা। ‘এ’ লীগের চার গ্রুপের শীর্ষ দলগুলো নিয়ে আগামী বছরের জুনে হবে টুর্নামেন্টের শিরোপা লড়াই। গ্রুপ-২ থেকে সুইজারল্যান্ড, গ্রুপ-৩ থেকে পর্তুগাল ও গ্রুপ-৪ থেকে ইংল্যান্ড আগেই শেষ চার নিশ্চিত করেছে। নিজেদের মাঠে ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছুটা হাল্কা মেজাজে খেলার সাজা পেয়েছে জার্মানি। ফলে শেষ পাঁচ মিনিটের মধ্যে দুই গোল পরিশোধ করে সমতা দিয়ে ম্যাচের ইতি টানে সফরকারী ডাচরা। ম্যাচের প্রথমার্ধে টিমো ওয়ার্নার ও লেরয় সানের গোলে ২-০ গোলের ব্যবধানে লিড নেয় স্বাগতিক জার্মানি। কিন্তু দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে কুইন্সি প্রমেস একটি গোল পরিশোধ করার পর শেষ মিনিটে স্বাগতিক দলের হতাশার ষোলকলা পূর্ণ করেন লিভারপুল ডিফেন্ডার ফন ডিক। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে জার্মান জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলার মাইলফলকে পৌঁছে যান টমাস মুলার। তারকা এই ফরোয়ার্ড ১০০ ম্যাচে জার্মানদের হয়ে করেছেন ৩৮ গোল। তবে মুলারের মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করতে দেননি ফন ডিক। ম্যাচ শেষে ডাচ কোচ রোনাল্ড কোম্যান বলেন, আমাদের জন্য এটা খুবই কঠিন ছিল। জার্মানরা যেমন ক্ষুরধার ছিল তেমনি প্রথমার্ধে ছিল খুবই গতিময়। দ্বিতীয়ার্ধে এসে আমরা লড়াইয়ে ফেরার জন্য তাদের চেপে ধরি। তারা তাদের সুযোগের সদ্ব্যবহার করেছে। কিন্তু আমাদের বিশ্বাস এবং লড়াই শেষ পর্যন্ত এক পয়েন্ট পাওয়ার জন্য ছিল যথেষ্ট। গ্রুপ-১ এর জয়ী দল হিসেবে ড্রই ডাচদের শেষ চারে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট ছিল। গ্রুপে ফ্রান্স দ্বিতীয় স্থান লাভ করেছে। আর জার্মানি তলানির দল হিসেবে নেমে গেছে ‘বি’ লীগে। হতাশ জার্মান কোচ জোয়াকিম লো বলেন, এই ফলে আমি খুবই হতাশ। আমরা শাস্তি পেয়েছি, তাও বেশ করুণভাবে। ম্যাচে আমরা ভালই খেলেছি। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। একই রাতে প্রাগে অনুষ্ঠিত ‘বি’ লীগের গ্রুপ-১ এর ম্যাচে সেøাভাকিয়াকে ১-০ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্র। আরুশে অনুষ্ঠিত গ্রুপ-৪ এর ম্যাচে গোলশূন্য ড্র করেছে ডেনমার্ক ও আয়ারল্যান্ড। নিকোশিয়ায় অনুষ্ঠিত ‘সি’ লীগের গ্রুপ-৩ এর ম্যাচে নরওয়ে ২-০ গোলে হারিয়েছে সাইপ্রাসকে। সোফিয়ায় অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে বুলগেরিয়া ১-১ গোলে ড্র করেছে সেøাভানিয়ার সঙ্গে। তিবিলিশিতে অনুষ্ঠিত ‘ডি’ লীগের গ্রুপ-১ এর ম্যাচে জর্জিয়া ২-১ গোলে হারিয়েছে কাজাখস্তানকে। এ্যান্ডোরা লা ভেলায় গ্রুপের অপর ম্যাচটিতে গোলশূন্য ড্র করেছে এ্যান্ডোরা ও লাটভিয়া। স্কপজেতে অনুষ্ঠিত গ্রুপ-৪ এর ম্যাচে মেসিডোনিয়া ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে জিব্রাল্টারকে। ভাদুজে অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে লিচটেনস্টেন ২-২ গোলে ড্র করেছে আর্মেনিয়ার সঙ্গে।
×