ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সম্মিলিতভাবে কাজ না করলে এসডিজি অর্জন সম্ভব নয়

প্রকাশিত: ০৬:৩৬, ২১ নভেম্বর ২০১৮

 সম্মিলিতভাবে কাজ না করলে এসডিজি অর্জন সম্ভব নয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২০৩০ সালের মধ্যে স্থায়িত্ব উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সম্মিলিতভাবে কাজ করার ওপর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সম্মিলিতভাবে কাজ না করলে জাতিসংঘ ঘোষিত এসডিজি’র একটিও অর্জন সম্ভব নয়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এসডিজি বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সিপিডি’র বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি বলেন, সরকারী সংস্থাগুলোর কাজের ওপর টেকসই উন্নয়ন নির্ভর করে। একক কোন সংস্থা বা মন্ত্রণালয় কাজ করলে হবে না। সম্মিলিতভাবেই সবগুলো মন্ত্রণালয়কে কাজ করতে হবে। সম্মিলিতভাবে কাজ না করলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একটিও অর্জন করা সম্ভব নয় বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। ড. গওহর রিজভী বলেন, প্রধানমন্ত্রী এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন।
×