ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গায়েবি মামলা নিয়ে রিটের শুনানি মুলতবি

প্রকাশিত: ০৬:৩৪, ২১ নভেম্বর ২০১৮

 গায়েবি মামলা নিয়ে রিটের শুনানি মুলতবি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ‘গায়েবি’ মামলার তদন্ত বন্ধ , ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তীতে এ ধরনের মামলা না দেয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। অন্যদিকে ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) জামিন কেন প্রদান করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলেছে আদালত। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ‘গায়েবি’ মামলার তদন্ত বন্ধ, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তীতে এ ধরনের মামলা না দেয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন একক হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মোঃ মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক। এ মামলায় রিটকারীদের পক্ষে শুনানি শেষ হলেও রাষ্ট্রপক্ষে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করবেন বলে মামলার কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতবির আদেশ দেয় আদালত। এর আগে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ‘গায়েবি’ মামলার তদন্ত বন্ধ, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তীতে এ ধরনের মামলা না দেয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছিলেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ।
×