ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্নীতিতে জড়িত সব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ॥ দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ০৬:৩৩, ২১ নভেম্বর ২০১৮

 দুর্নীতিতে জড়িত সব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ॥ দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতির সঙ্গে জড়িত শিক্ষা প্রতিষ্ঠান ও দুর্নীতিবাজ শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকল অভিযোগের অনুসন্ধান ও তদন্ত করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইকবাল মাহমুদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তালিকাভুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেয়া হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দুর্নীতি হচ্ছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের অনেককেই চিহ্নিত করা হয়েছে।
×